নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এখন থেকে আন্তনগর ট্রেনে যাত্রার ১০ দিন আগেই কেনা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচ দিন আগে পাওয়া যেত অগ্রিম টিকিট। নতুন নিয়মে রাজশাহী রেলস্টেশনে টিকিট কাটার লোক নেই বললেই চলে। যাত্রার ১০ দিন আগের টিকিট কেনার তাড়া নেই। তবে আগের মতোই তিন-চার দিন আগের টিকিট কাটছেন যাত্রীরা। আজ সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তখন আর কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনেই। কেবল স্ট্যান্ডিং টিকিট মিলবে কাউন্টারে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী রেলস্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত এক কর্মচারী জানান, এখন পর্যন্ত ১০ দিন আগের টিকিটপ্রত্যাশী পাওয়া যায়নি। এর অন্যতম কারণ, ১০ দিন আগের টিকিট পাওয়ার বিষয়টি বেশির ভাগ যাত্রীই জানেন না। কর্তৃপক্ষ তেমন প্রচার চালায়নি। এ জন্য টিকিটের চাহিদাও তৈরি হয়নি।
রাজশাহী রেলস্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট আগের নিয়মে বিক্রি হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী থেকে এখনো টিকিট কাটার ধুম পড়েনি। নতুন নিয়মের কারণে ট্রেনের টিকিট এখন সহজে পাচ্ছেন ক্রেতারা। কয়েক দিন ধরে রাজশাহী-ঢাকা রুটের আন্তনগর ট্রেনের অনেক আসনই খালি যাচ্ছে। আর রাজশাহী থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় কম থাকে। তবে ঈদের পর ফিরতি টিকিটের চাপ থাকে বেশি।

এখন থেকে আন্তনগর ট্রেনে যাত্রার ১০ দিন আগেই কেনা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচ দিন আগে পাওয়া যেত অগ্রিম টিকিট। নতুন নিয়মে রাজশাহী রেলস্টেশনে টিকিট কাটার লোক নেই বললেই চলে। যাত্রার ১০ দিন আগের টিকিট কেনার তাড়া নেই। তবে আগের মতোই তিন-চার দিন আগের টিকিট কাটছেন যাত্রীরা। আজ সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তখন আর কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনেই। কেবল স্ট্যান্ডিং টিকিট মিলবে কাউন্টারে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী রেলস্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত এক কর্মচারী জানান, এখন পর্যন্ত ১০ দিন আগের টিকিটপ্রত্যাশী পাওয়া যায়নি। এর অন্যতম কারণ, ১০ দিন আগের টিকিট পাওয়ার বিষয়টি বেশির ভাগ যাত্রীই জানেন না। কর্তৃপক্ষ তেমন প্রচার চালায়নি। এ জন্য টিকিটের চাহিদাও তৈরি হয়নি।
রাজশাহী রেলস্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট আগের নিয়মে বিক্রি হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী থেকে এখনো টিকিট কাটার ধুম পড়েনি। নতুন নিয়মের কারণে ট্রেনের টিকিট এখন সহজে পাচ্ছেন ক্রেতারা। কয়েক দিন ধরে রাজশাহী-ঢাকা রুটের আন্তনগর ট্রেনের অনেক আসনই খালি যাচ্ছে। আর রাজশাহী থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় কম থাকে। তবে ঈদের পর ফিরতি টিকিটের চাপ থাকে বেশি।

চানন্দী ইউনিয়নের নদীতীরবর্তী করিম বাজার–দরবেশ বাজার এলাকার একটি পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ এনে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উল্লেখ করে এনসিপির এক নেতা ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
১৭ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৪ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৪ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৫ ঘণ্টা আগে