Ajker Patrika

মসজিদের এসি আবার চালুর নির্দেশ ইউএনওর

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
মসজিদের এসি আবার চালুর নির্দেশ ইউএনওর
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামে মসজিদের মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নামাজের সময় মসজিদের ছয়টি এসি চালুর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মসজিদ কমিটির সভাপতি অনামিকা নজরুল।

আজ বুধবার মসজিদের সম্পাদক ও উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইউএনও স্যার মোয়াজ্জেমকে এসি চালু করার অনুমতি দিয়েছেন। পরে আমিও তাঁকে বলে দিয়েছি, যেন এসিগুলো চালু রাখা হয়।’

গতকাল আসরের নামাজ শেষে মুসল্লিরা মসজিদের এসি বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। মুসল্লিদের অভিযোগ, ইউএনওর নির্দেশে এসিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এ নিয়ে আজকের পত্রিকা অনলাইনে ‘মসজিদের এসি বন্ধের নির্দেশ ইউএনওর, মুসল্লিদের বিক্ষোভ’ শিরোনামে একটি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

মসজিদের মুসল্লি সোহেল মাহমুদ খান ও নজরুল ইসলাম বলেন, ‘জোহরের নামাজের সময় আমরা মসজিদে এসি পেয়েছি। কোন শর্ত ছাড়াই এসি পেয়েছি। এতে আমরা আনন্দিত।’

এ বিষয়ে কথা বলতে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, সিন্ডিকেটে সিদ্ধান্ত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

জাতীয় সংসদ নির্বাচন: ভোট বর্জনের চিন্তায় এনসিপি

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত