শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে আগুনে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগলসহ মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা (ডাক্তার পাড়া) গ্রামের মাফুজার রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও বৃষ্টি হওয়ায় স্থানীয়রা আমাদের ডাক শুনতে পায়নি। একপর্যায়ে গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা যায়। টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ চারটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।’
মাফুজার রহমান আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের মাহাবুর রহমানের বাড়িতেও। সেখানে চারটি ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

বগুড়ার শিবগঞ্জে আগুনে গোয়াল ঘরসহ বসতবাড়ি পুড়ে গেছে। তিনটি গরু ও সাতটি ছাগলসহ মালামাল পুড়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের চাকলমা (ডাক্তার পাড়া) গ্রামের মাফুজার রহমান ও মাহাবুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মাফুজার রহমান বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে গোয়াল ঘরে আগুন লাগে। এ সময় আমরা সাহায্যের জন্য চিৎকার করলেও বৃষ্টি হওয়ায় স্থানীয়রা আমাদের ডাক শুনতে পায়নি। একপর্যায়ে গোয়াল ঘর থেকে শোয়ার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনটি গরু, সাতটি ছাগল পুড়ে মারা যায়। টিভি, ফ্রিজ, নগদ টাকাসহ চারটি টিনের ঘর আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে।’
মাফুজার রহমান আরও বলেন, আগুন ছড়িয়ে পড়ে পাশের মাহাবুর রহমানের বাড়িতেও। সেখানে চারটি ঘরের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমিনুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ২০ হাজার টাকা ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে