Ajker Patrika

লেকে ঢাবির সাবেক ছাত্রের লাশ: পরিবার বলছে, ঝগড়ার জেরে হত্যাকাণ্ড

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ২৯ জুন ২০২৫, ১৭: ০৬
লেকে ঢাবির সাবেক ছাত্রের লাশ: পরিবার বলছে, ঝগড়ার জেরে হত্যাকাণ্ড
শাজাহানপুরে মাঝিড়া সেনানিবাসে সেনাস্বরণী স্টেশন বোট ক্লাব লেকে সামনে পুলিশ ও সেনাসদস্যদের অবস্থান। আজ রোববার সকালে সেখানে ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

শাজাহানপুর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসিন রাইহান সৌমিককে (৩০) হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে তাঁর পরিবার। তার বাবা মো. তৌফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একই ভবনের এক বাসিন্দার সঙ্গে সম্প্রতি আমার ছেলের বিবাদ হয়েছিল। এর জের ধরেই আমার ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি ব্লকের বোটক্লাব-সংলগ্ন লেকে ভেসে থাকা অবস্থায় সৌমিকের লাশ উদ্ধার করা হয়।

লাশের শরীরে থাকা প্যান্টের পকেট থেকে পলিথিন দিয়ে মোড়ানো মানিব্যাগ পেয়েছে পুলিশ। গত শুক্রবার (২৭ জুন) থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন তাঁর বাবা।

বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার কোহিনুর নূর মসজিদের পশ্চিম পাশের টাওয়ারে সৌমিকের বাবা-মা থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ার বিভাগ থেকে তিনি সদ্য মাস্টার্স পাস করে বের হয়েছেন।

হাসিন রাইহান সৌমিক
হাসিন রাইহান সৌমিক

লাশ উত্তোলনে অংশ নেওয়া উপজেলার আড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লেকের পানি কম ছিল। সেখানে কোনো যুবক পড়ে ডুবে যাওয়ার মতো পানি নাই। পানিতে লাশ উপুড় হয়ে ভাসছিল। তাঁর প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো মানিব্যাগ পেয়েছি, যা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক লেকের পাশের এক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, শনিবার (২৮ জুন) সকালে এবং রাতে আমি ওই ছেলেকে লেকের পাশে দেখেছিলাম। সে ওখানে হাঁটছিল এবং তালগাছের নিচে বসে ছিল।

মৃতের পরিচয় এবং ডায়েরির বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া গেলে মৃত্যুর কারণ বলতে পারছি না। এ ঘটনায় থানায় ইউডি মামলা হবে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত