পাবনা প্রতিনিধি

মোটরসাইকেলের লক ভাঙার অভিনব কৌশল ইন্টারনেট থেকে শিখেছেন চোরচক্রের সদস্যেরা। সেই কৌশল কাজে লাগিয়ে চোখের পলকে ১-২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৬ ও ৭ মার্চ পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পাবনা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া সাতটি গাড়ি জব্দ করা হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা ডিবি পুলিশ কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার সুজানগর উপজেলার মানিকদিয়ার গ্রামের মনিরুল শেখ (২০), আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের শাহীন আলম সুজন (২৫) ও একই থানার কৈজুরী শ্রীপুর গ্রামের মুরাদ প্রামাণিক (৪৫)।
পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৭ জানুয়ারি দুপুরে পাবনা সদর উপজেলার দোহারপাড়া জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেলটি চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আহম্মেদ আলী মুন্সী ৮ ফেব্রুয়ারি সদর থানায় একটি মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি দল গত ৬ ও ৭ মার্চ পাবনা সদর, আতাইকুলা ও সুজানগর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া সাতটি চোরাই মোটরসাইকেল।
গ্রেপ্তার শাহীন আলম সুজনের বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী বলেন, ‘ইন্টারনেট থেকে সুজন মোটরসাইকেলের লক খোলার কৌশল শিখেছেন। মূলত লক খোলা বা ভাঙার কাজটা তিনিই করেন। চুরি করার সময় তাঁরা তিনজন ঘটনাস্থলে অবস্থান করেন। একজন মোটরসাইকেলের মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করেন, একজন মোটরসাইকেলের লক ভাঙেন এবং সব শেষে অন্যজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। পরে চোরাইকৃত মোটরসাইকেল একজনের গ্যারেজে নিয়ে মোটরসাইকেলের লকসেট, রং পরিবর্তন করে গ্রাহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রি করে। এই গ্রুপের টার্গেট মূলত পালসার মোটরসাইকেল।’
এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমান আক্তার, ডিবি পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন উপস্থিত ছিলেন।

মোটরসাইকেলের লক ভাঙার অভিনব কৌশল ইন্টারনেট থেকে শিখেছেন চোরচক্রের সদস্যেরা। সেই কৌশল কাজে লাগিয়ে চোখের পলকে ১-২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেলের লক খুলে চুরি করে নিয়ে যান তাঁরা। চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৬ ও ৭ মার্চ পাবনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পাবনা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া সাতটি গাড়ি জব্দ করা হয়।
আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা ডিবি পুলিশ কার্যালয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুনসী। এরপর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—পাবনার সুজানগর উপজেলার মানিকদিয়ার গ্রামের মনিরুল শেখ (২০), আতাইকুলা থানার শ্রীকোল চরপাড়া গ্রামের শাহীন আলম সুজন (২৫) ও একই থানার কৈজুরী শ্রীপুর গ্রামের মুরাদ প্রামাণিক (৪৫)।
পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৭ জানুয়ারি দুপুরে পাবনা সদর উপজেলার দোহারপাড়া জামে মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেলটি চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। এ ঘটনায় মোটরসাইকেল মালিক আহম্মেদ আলী মুন্সী ৮ ফেব্রুয়ারি সদর থানায় একটি মামলা করেন। এরপর ডিবি পুলিশের একটি দল গত ৬ ও ৭ মার্চ পাবনা সদর, আতাইকুলা ও সুজানগর থানা এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের দেওয়া তথ্যে উদ্ধার করা হয় বিভিন্ন সময় চুরি হওয়া সাতটি চোরাই মোটরসাইকেল।
গ্রেপ্তার শাহীন আলম সুজনের বরাত দিয়ে পুলিশ সুপার আকবর আলী বলেন, ‘ইন্টারনেট থেকে সুজন মোটরসাইকেলের লক খোলার কৌশল শিখেছেন। মূলত লক খোলা বা ভাঙার কাজটা তিনিই করেন। চুরি করার সময় তাঁরা তিনজন ঘটনাস্থলে অবস্থান করেন। একজন মোটরসাইকেলের মালিকের গতিবিধি পর্যবেক্ষণ করেন, একজন মোটরসাইকেলের লক ভাঙেন এবং সব শেষে অন্যজন মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। পরে চোরাইকৃত মোটরসাইকেল একজনের গ্যারেজে নিয়ে মোটরসাইকেলের লকসেট, রং পরিবর্তন করে গ্রাহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রি করে। এই গ্রুপের টার্গেট মূলত পালসার মোটরসাইকেল।’
এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমান আক্তার, ডিবি পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন উপস্থিত ছিলেন।

শূন্য ভিটার ওপর দাঁড়িয়ে আছে বসতঘরের অবকাঠামো। নেই বেড়া, ছাউনি। বৃষ্টির পানিতে ভিটার মাটি ধুয়ে সমতলে মিশে গেছে অনেক আগে। এসব ঘরে এখন আর মানুষ বসবাস করে না। এমন দৃশ্য নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর আতাউরের গুচ্ছগ্রামের ঘরগুলোর।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্কের টিকা সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাসপাতালের জলাতঙ্ক ইউনিটের দরজায় তালা ঝুলিয়ে সাঁটানো একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইনজেকশন-র্যাবিস ভ্যাকসিন’ এবং ‘ইনজেকশন-আরআইজি’ সরকারি সরবরাহ বন্ধ রয়েছে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে রাজনৈতিক খুনোখুনি থামছেই না। গত ১৬ মাসে উপজেলায় খুন হয়েছেন ১৯ জন। তাঁদের মধ্যে ৮ জন বিএনপির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং একজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারী।
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভারতীয় নাগরিককে আটক করার ঘটনা ঘটেছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁদের উদ্ধার করে যথাযথ প্রক্রিয়ায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করেছে।
৪ ঘণ্টা আগে