নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরে চলমান ইউপি নির্বাচনের দুই ধাপে সদস্যপদে নির্বাচিত হয়েছেন সহোদর তিন বোন। দুই বোন নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপিতে, আরেক বোন নাটোর সদর উপজেলার ছাতনি ইউপি থেকে সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, তাদের মা আলেয়া বেগমও একাধিকবার সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মায়ের অনুপ্রেরণায় তাঁরা নির্বাচনে অংশ নিয়ে ইউপি সদস্যপদে বিজয়ী হয়েছেন। তাঁরা নির্বাচিত হওয়ায় এলাকাবাসী আনন্দ-উল্লাস করছে।
জানা গেছে, পঞ্চম ধাপে গত বুধবার নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে বড় বোন হালিমা বেগম (৪৩) এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে মেজ বোন নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তৃতীয় ধাপে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে ছোট বোন শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন।
বড় বোন হালিমা বেগম বলেন, ‘স্বপ্ন ছিল একদিন ইউপি নির্বাচন করব। ইচ্ছা পূরণ হয়েছে।’
মেজ বোন নাসিমা বেগম বলেন, ‘আমার মা ইউপি নির্বাচনে বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। মায়ের কাছ থেকে শিখেছি কীভাবে মানুষের ভালোবাসা নিয়ে সেবা করতে হয়।’
ছোট বোন শাহনাজ পারভীন বলেন, ‘মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়েছে। আমার প্রতি তাঁদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সরকারি সব সুযোগ-সুবিধা জনগণের মধ্যে বণ্টন করে দেব।’
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ‘ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো ছিল। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একসঙ্গে তিন বোন নির্বাচিত হওয়ার ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। আমরা চাই নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষদের পাশে দাঁড়াবেন।’

নাটোরে চলমান ইউপি নির্বাচনের দুই ধাপে সদস্যপদে নির্বাচিত হয়েছেন সহোদর তিন বোন। দুই বোন নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউপিতে, আরেক বোন নাটোর সদর উপজেলার ছাতনি ইউপি থেকে সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, তাদের মা আলেয়া বেগমও একাধিকবার সংরক্ষিত নারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মায়ের অনুপ্রেরণায় তাঁরা নির্বাচনে অংশ নিয়ে ইউপি সদস্যপদে বিজয়ী হয়েছেন। তাঁরা নির্বাচিত হওয়ায় এলাকাবাসী আনন্দ-উল্লাস করছে।
জানা গেছে, পঞ্চম ধাপে গত বুধবার নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে বড় বোন হালিমা বেগম (৪৩) এবং একই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে মেজ বোন নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তৃতীয় ধাপে নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে ছোট বোন শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন।
বড় বোন হালিমা বেগম বলেন, ‘স্বপ্ন ছিল একদিন ইউপি নির্বাচন করব। ইচ্ছা পূরণ হয়েছে।’
মেজ বোন নাসিমা বেগম বলেন, ‘আমার মা ইউপি নির্বাচনে বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন। মায়ের কাছ থেকে শিখেছি কীভাবে মানুষের ভালোবাসা নিয়ে সেবা করতে হয়।’
ছোট বোন শাহনাজ পারভীন বলেন, ‘মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়েছে। আমার প্রতি তাঁদের যে বিশ্বাস, সেই বিশ্বাসের মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব। সরকারি সব সুযোগ-সুবিধা জনগণের মধ্যে বণ্টন করে দেব।’
নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, ‘ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো ছিল। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একসঙ্গে তিন বোন নির্বাচিত হওয়ার ঘটনাটি খুবই চাঞ্চল্যকর। আমরা চাই নবনির্বাচিত জনপ্রতিনিধিরা সাধারণ মানুষদের পাশে দাঁড়াবেন।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৫ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে