ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) এবং ধরমপুর গ্রামের শমশেরের ছেলে হেলাল (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কানসাটের উদ্দেশে রওনা দেয়। সকাল পৌনে ৮টার দিকে সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী ফাতেমা খাতুন ঘটনাস্থলে মারা যান। আহত আরও ৪ জনকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আহতদের মধ্যে হোসেনভিটা গ্রামের নজরুল (৩৭) ও একই গ্রামের ইসরাইল (৬৫) ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া বীরেশ্বরপুর গ্রামের নাইমকে (২৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বলেন, এ ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অটোরিকশা ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ শনিবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে। ভোলাহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুজন হলেন গোহালবাড়ী গ্রামের ইদ্রিসের মেয়ে ফাতেমা খাতুন (৪৩) এবং ধরমপুর গ্রামের শমশেরের ছেলে হেলাল (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোলাহাট মেডিকেল মোড় থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কানসাটের উদ্দেশে রওনা দেয়। সকাল পৌনে ৮টার দিকে সড়কের সোনাজোল এলাকার হিরো ইটভাটার কাছে কানসাট থেকে ঢাকাগামী একটি মিনি ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী ফাতেমা খাতুন ঘটনাস্থলে মারা যান। আহত আরও ৪ জনকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে গুরুতর আহত হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আহতদের মধ্যে হোসেনভিটা গ্রামের নজরুল (৩৭) ও একই গ্রামের ইসরাইল (৬৫) ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ছাড়া বীরেশ্বরপুর গ্রামের নাইমকে (২৩) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইকবাল পাশা বলেন, এ ঘটনায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অটোরিকশা ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে