Ajker Patrika

বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৯: ২৩
বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে শিশুর মৃত্যু

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে মো. তৌফিক (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দ্রুতগামী বাস গ্রামীণ ট্রাভেলস শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তৌফিকের মৃত্যু হয়। 

এলাকা সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে। 
 
এ বিষয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পারাপারের সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। তখন মায়ের হাত থেকে ছিটকে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

ওসি আরও বলেন, ‘ঘটনার পর বাসটি পালিয়ে যাওয়ার সময় বাসলীতলা এলাকার লোকজন বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। বাসটি থানায় নেওয়া হয়েছে। কিন্তু শিশুর পরিবার মামলা করতে রাজি না। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’    
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত