জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাটে ৯২ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বেলা তিনটার দিকে জয়পুরহাট র্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। আটক ব্যক্তিরা হলেন শাহনাজ পারভীন, সিদ্দিক আলী শাহ ও সেলিনা আক্তার রূপালী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোররাত পাঁচটার দিকে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোররাত পাঁচটার দিকে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় তিনজনকে আটক এবং ৯২ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা। অভিযানকালে মোশাররফ হোসেন ও তাঁর শ্বশুর বিপ্লব হোসেন র্যাবের উপস্থিতি টের পেয়ে ভুট্টার খেত দিয়ে পালিয়ে যান।
রিয়াজ শাহরিয়ার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, অভিযুক্তরা ওই এলাকার মাদক কারবারি পরিবার। তাঁরা কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবার চালান দিনাজপুর জেলার বিরামপুরে নিয়ে আসেন। এরপর উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সেগুলো সরবরাহ করতেন। মোশাররফ ও তাঁর স্ত্রী এলাকায় মাদক কারবারি সিন্ডিকেটের মূল হোতা। মোশাররফের শ্বশুর বিপ্লব হোসেন দিনাজপুর জেলার বিরামপুর থানার ইয়াবা ও অন্যান্য মাদক কারবারের সঙ্গে জড়িত।
মোশাররফ ইয়াবার চালান নিয়ে এসে তাঁর নিজ বাড়ি ও শশুরবাড়িতে আন্ডারগ্রাউন্ড করে সংরক্ষণ করতেন। সেখান থেকে কারবারিদের কাছে সেগুলো সরবরাহ করতেন। আজ সকালে আসামিদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরামপুর থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে