সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

সিরাজগঞ্জ সদরে দুই বন্ধুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ এ মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত আলামিনের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে গতকাল শনিবার রাতে মামলাটি করেন। এতে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের মেরাজুল ইসলাম ও লোকমান খান এবং চকচণ্ডী গ্রামের সবুজ ও বাবু শেখ। তাঁদের মধ্যে মেরাজুল মামলার প্রধান আসামি।
মেরাজুলকে আজ সকালে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর বাকি তিন আসামিকে গতকাল শনিবার রাতে সিরাজগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
নিহতরা হলেন ইছামতী গ্রামের ফরহাদ হোসেনের ছেলে আলামিন (৩৫) ও তাঁর বন্ধু একই গ্রামের ঠান্ডু শেখের ছেলে আল-আমিন শেখ (৩৫)।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ইছামতীর ফরহাদের পরিবারের সঙ্গে একই গ্রামের হায়দার আলীর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত বৃহস্পতিবার রাতে ফরহাদের ছেলে আলামিন ও তাঁর বন্ধু আল-আমিন শেখের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হায়দারের ছেলে মেরাজুলসহ তাঁদের লোকজন এ হামলা চালায়।
এতে ঘটনাস্থলেই আলামিনের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিন শেখকে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার সকালে মারা যান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ঢাকা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে