শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে একসঙ্গে ‘গ্যাস ট্যাবলেট’ (পোকামাকড় নিধনের বিষ) খেয়ে স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের পৌরশহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী ও স্ত্রী হলেন- জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯)
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে জিসান তাঁর স্ত্রী মিমকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে তাঁরা একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের সদস্যদের জানান। তখন তাঁদের অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান। কি কারণে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন পরিবারের সদস্যরা তা বলতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘মিম তার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেই টাকা আনার জন্য জিসান তাঁকে চাপ দিচ্ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এটাকে কেন্দ্র করে দুজন গ্যাসের ট্যাবলেট থাকতে পারেন।’
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন জান্নাত জুঁই আজকের পত্রিকাকে জানান, জিসান ও মিম নামের দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মেডিকেলে জিসান এবং মিম নামের দুজন মারা যাওয়ার পর তাঁদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

বগুড়ার শেরপুরে একসঙ্গে ‘গ্যাস ট্যাবলেট’ (পোকামাকড় নিধনের বিষ) খেয়ে স্বামী ও স্ত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে পৌরশহরের পৌরশহরের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত স্বামী ও স্ত্রী হলেন- জিসান (২২) ও ফারজানা আক্তার মিম (১৯)
নিহতের পরিবার জানিয়েছে, শুক্রবার সকালে জিসান তাঁর স্ত্রী মিমকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে তাঁরা একসঙ্গেই বাড়িতে ফেরেন। এরপর বিকেল ৪টার দিকে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের সদস্যদের জানান। তখন তাঁদের অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মিম মারা যান। এর ১৫ মিনিট পর স্বামী জিসানও মারা যান। কি কারণে তাঁরা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলেন পরিবারের সদস্যরা তা বলতে পারেননি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, ‘মিম তার বাবার কাছে কিছু টাকা গচ্ছিত রেখেছিলেন। সেই টাকা আনার জন্য জিসান তাঁকে চাপ দিচ্ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। এটাকে কেন্দ্র করে দুজন গ্যাসের ট্যাবলেট থাকতে পারেন।’
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তাহসিন জান্নাত জুঁই আজকের পত্রিকাকে জানান, জিসান ও মিম নামের দুজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাঁরা বিষাক্ত কিছু সেবন করেছে বলে মনে হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, মেডিকেলে জিসান এবং মিম নামের দুজন মারা যাওয়ার পর তাঁদের মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
৩ ঘণ্টা আগে