
খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘এ দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো আসবে না। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। কোনো সন্ত্রাসীর বাংলার মাটিতে ঠাঁই হবে না। সবাইকে সজাগ থাকতে হবে বিএনপি-জামাতের আগুন-সন্ত্রাস থেকে।’
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘শেখ হাসিনা সরকার বাংলাদেশের সব গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ বাড়ি দিচ্ছেন। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা। করোনা মহামারির সময় একটি দল বলে বেড়িয়েছে, দেশের মানুষ না খেয়ে মারা যাবে। কিন্তু করোনাকালীন একটি মানুষও না খেয়ে মারা যায়নি। এমনকি সরকার এত বেশি খাদ্য বিতরণ করেছে, যাতে সাধারণ খেটে খাওয়া মানুষ, হোটেলের কর্মচারী, চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কেউ বাদ যায়নি।’
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার আহ্বান জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) নাদিরা বেগম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি লিজা আকতার বীথি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ের (২য় ধাপে) ৮৩ পরিবারের কাছে গৃহ হস্তান্তর করা হয়।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৭ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৭ মিনিট আগে