Ajker Patrika

জমিতে লবণ প্রয়োগ ফলন বিপর্যয়ের শঙ্কা

  • জমিতে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পুসহ নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ।
  • সাময়িকভাবে ফসলের উৎপাদন বৃদ্ধির দাবি।
মিজান মাহী, দুর্গাপুর (রাজশাহী)  
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১: ৩২
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরে কৃষকেরা চাষের জমিতে লবণ প্রয়োগ করছেন। সেই সঙ্গে দেওয়া হচ্ছে ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পুসহ নানা ক্ষতিকর রাসায়নিক পদার্থ। চাষিরা বলছেন, এতে সাময়িকভাবে ফসলের উৎপাদন বাড়ছে। কিন্তু ধীরে ধীরে লবণাক্ত হয়ে পড়ছে এই অঞ্চলের জমিগুলো। ফলে দীর্ঘ মেয়াদে ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দাওকান্দি, জয়নগর, হরিরামপুর, রাতুগ্রাম, ধরমপুর, বেলঘরিয়া, বখতিয়ারপুরসহ বিভিন্ন এলাকার জমিতে প্রচুর পরিমাণ আলু, পেঁয়াজসহ অন্যান্য ফসলের আবাদ হয়। চাষিরা এসব জমিতে জৈব সার ব্যবহার করেন না। তাঁরা শুধু রাসায়নিক সার ব্যবহার করে বছরের পর বছর বিভিন্ন ফসল উৎপাদন করে আসছেন। এখন কয়েক বছর ধরে অধিক ফলনের আশায় জমিগুলোতে লবণ প্রয়োগ করছেন।

কয়েকটি এলাকায় সরেজমিন দেখা গেছে, চলতি মৌসুমে পেঁয়াজ ও আলুর জমিতে চাষিরা লবণ প্রয়োগ করছেন। কেউ সারের সঙ্গে, কেউ আবার জমি সেচ দেওয়ার আগে মাটিতে লবণ ছিটিয়ে দিচ্ছেন। পাশাপাশি ডিটারজেন্ট পাউডার ও শ্যাম্পুও দেওয়া হচ্ছে।

লবণ ব্যবহারকারী কয়েকজন চাষি জানান, আলু ও পেঁয়াজ চাষে প্রচুর টাকা খরচ হয়। তারপরও আশানুরূপ ফলন পাওয়া যায় না। কিন্তু জমিগুলোতে লবণ প্রয়োগ করলে উল্টো ফল দেয়।

কিন্তু এভাবে জমিতে লবণসহ অন্যান্য রাসায়নিক পদার্থ ব্যবহার করায় জমিগুলো লবণাক্ত হয়ে পড়ছে। উপজেলার ধরমপুর মহাবিদ্যালয়ের কৃষিবিষয়ক প্রভাষক দুর্গাদাস প্রামাণিক বলেন, রাজশাহী অঞ্চলের জমি অত্যন্ত উর্বর। এখনকার চাষিরা জৈব সার ব্যবহার করেন না। অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করেন। ফলে উর্বর জমিগুলো ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। এখন চাষিরা না বুঝে ভালো উৎপাদনের আশায় অন্য পন্থা অবলম্বন করছেন। এতে সচেতন না হলে পরিবেশ ও কৃষি খাতে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে।

এ বিষয়ে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা সাহারা খাতুন লাবণী বলেন, কোনোক্রমেই জমিতে লবণ ব্যবহার করা যাবে যাবে না। এটি রোধে উঠান বৈঠক ও মাঠপর্যায়ে কৃষকদের সচেতন করছে কৃষি বিভাগ।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক উম্মে ছালমা বলেন, বিভিন্নভাবে কৃষকদের এ বিষয়ে সচেতন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় বিশ্বের নেতা হওয়ার পথে দিল্লির বাধা চীনের উত্থান: ভারতীয় সেনাপ্রধান

আসামির জবানবন্দি: মাগুরার শিশুটির গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করা হয়

ইউএনওর ফেসবুক পেজ হ্যাক করে পোস্ট, ‘করলাম না এই প্রশাসনের চাকরি’

রেমিট্যান্সের নামে ৭৩০ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন একজন, কার কথা বললেন এনবিআর চেয়ারম্যান

অতিরিক্ত দায়িত্ব পালনে খাওয়ার খরচ চায় পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত