শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনার (২৫) লাশ সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্ধার করা হয়েছে। শেরপুরের নিঝুড়ি গ্রাম থেকে গত সোমবার সন্ধ্যায় নিখোঁজ সোনার লাশ গতকাল বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের একটি নির্মাণাধীন কারখানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীরা লাশ বালু দিয়ে চাপা দিয়েছিল। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, কুমার মণ্ডল ওরফে সোনা নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বড় ভাই ষষ্ঠীচরণ মণ্ডল গতকাল বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওই এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা আছে। নিহত যুবককেও ওই এলাকায় আগে দেখা গেছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করে বালু চাপা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নিহত সুব্রত কুমার মণ্ডলের গ্রামের বাসিন্দা সুশীল মণ্ডল (৮০) বলেন, ‘আমাদের গ্রামে এভাবে কখনো কেউ খুন হয়নি।’
দুই প্রতিবেশী রঞ্জুবালা মণ্ডল ও জয়ন্তী বড়াতি হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।
নিহত সুব্রতর বাবা-মা আগেই মারা গেছেন। তিনি বড় ভাই ষষ্ঠীচরণ মণ্ডলের সঙ্গে এক বাড়িতে থাকতেন। নিহতের ভাবি দোলনচাঁপা মণ্ডল বলেন, তাঁর দেবর একসময় মাদকাসক্ত ছিল। তবে এখন সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। নিখোঁজ হওয়ার পর গ্রামে মাইকিংসহ থানায় জিডি করা হয়। পরে গতকাল রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বগুড়ার শেরপুর থেকে নিখোঁজ সুব্রত কুমার মণ্ডল ওরফে সোনার (২৫) লাশ সিরাজগঞ্জের রায়গঞ্জে উদ্ধার করা হয়েছে। শেরপুরের নিঝুড়ি গ্রাম থেকে গত সোমবার সন্ধ্যায় নিখোঁজ সোনার লাশ গতকাল বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ উপজেলার নিঝুড়ি গ্রামের একটি নির্মাণাধীন কারখানা এলাকা থেকে উদ্ধার করা হয়।
রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিহত যুবকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকারীরা লাশ বালু দিয়ে চাপা দিয়েছিল। আজ শুক্রবার ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন বলেন, কুমার মণ্ডল ওরফে সোনা নিখোঁজ হওয়ার ঘটনায় তাঁর বড় ভাই ষষ্ঠীচরণ মণ্ডল গতকাল বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ওই এলাকায় মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা আছে। নিহত যুবককেও ওই এলাকায় আগে দেখা গেছে। তবে কে বা কারা তাঁকে হত্যা করে বালু চাপা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে নিহত সুব্রত কুমার মণ্ডলের গ্রামের বাসিন্দা সুশীল মণ্ডল (৮০) বলেন, ‘আমাদের গ্রামে এভাবে কখনো কেউ খুন হয়নি।’
দুই প্রতিবেশী রঞ্জুবালা মণ্ডল ও জয়ন্তী বড়াতি হত্যার ঘটনা তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন।
নিহত সুব্রতর বাবা-মা আগেই মারা গেছেন। তিনি বড় ভাই ষষ্ঠীচরণ মণ্ডলের সঙ্গে এক বাড়িতে থাকতেন। নিহতের ভাবি দোলনচাঁপা মণ্ডল বলেন, তাঁর দেবর একসময় মাদকাসক্ত ছিল। তবে এখন সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। নিখোঁজ হওয়ার পর গ্রামে মাইকিংসহ থানায় জিডি করা হয়। পরে গতকাল রাতে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটির নেতা-কর্মীরা। আজ শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগে জড়ো হয় ৷
২৬ মিনিট আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে (৫০) কুপিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-২ (সদর-টঙ্গী) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
২ ঘণ্টা আগে