নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রাজশাহী

প্রতীক বরাদ্দের আগে জনসমাগম করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
আজ শুক্রবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ (দ্বিতীয় আদালত) স্বাক্ষরিত চিঠিতে তাঁর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী রোববার বেলা ১১টায় তাঁর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মাহিয়া মাহি তাঁর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ আসনে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া নামে নির্বাচনে অংশ নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এরপর নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মাহি তাঁর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায় তিনি নিজ আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতীক বরাদ্দের আগেই গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে।
তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না, তা আগামী রোববার সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মাহিয়া মাহি শোকজের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্ধারিত দিনে আদালতে গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেব।’

প্রতীক বরাদ্দের আগে জনসমাগম করে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
আজ শুক্রবার অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদ (দ্বিতীয় আদালত) স্বাক্ষরিত চিঠিতে তাঁর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পাশাপাশি আগামী রোববার বেলা ১১টায় তাঁর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
মাহিয়া মাহি তাঁর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এ আসনে শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া নামে নির্বাচনে অংশ নিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তাঁর প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়েছেন তিনি। এরপর নির্বাচনী এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
কারণ দর্শানোর নোটিশে মাহিয়া মাহিকে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার মাহি তাঁর ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেন। পোস্টে দেখা যায় তিনি নিজ আসনে জনসাধারণের কাছে ভোট চাওয়া নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতীক বরাদ্দের আগেই গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের বিভিন্ন জায়গায় ব্যাপক জনসমাগম করে নির্বাচনী প্রচার শুরু করেন এবং ভোটারদের কাছে ভোট চান। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে।
তাঁর বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ করা হবে না, তা আগামী রোববার সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
মাহিয়া মাহি শোকজের নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যেহেতু সেলিব্রেটি, তাই আমাকে নিয়ে নিউজ হয়। এখন নিউজের শিরোনাম দেখে অনেকে বিভ্রান্ত হন, ভেতরটা পড়েন না। নির্বাচনী অনুসন্ধান কমিটিও বিভ্রান্ত হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করিনি। নির্ধারিত দিনে আদালতে গিয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেব।’

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৭ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে