প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে রাজি না হলে ব্যবসায়ীদের জেল জরিমানার ভয় দেখান। এতে ব্যবসায়ী ও হাটের লোকজন উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন।
ধামাইচ হাটের হোটেল ব্যবসায়ী রায়হান আলী বলেন, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রায়ই বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।
মসলা ও তেল বিক্রেতা আনিসুল হক বলেন, আমার দোকানে এসে স্যানিটারি ইন্সপেক্টর পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পণ্যের গুণগত মান যাচাই করতে গিয়েছিলাম। আমি কখনোই ঘুষ দাবি করিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খবর পেয়ে ধামাইচ হাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় তাঁদের নিয়ে যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জামাল মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জের তাড়াশে ভেজাল পণ্যের অভিযোগ তুলে হাটের ব্যবসায়ীদের কাছে ঘুষ দাবি করায় স্যানিটারি ইন্সপেক্টর ও তার এক সহযোগীকে গণধোলাই দিয়ে আটকে রাখেন বাজারের ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ধামাইচ হাটে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পুলিশ ও ব্যবসায়ীরা জানান, তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্যানিটারি ইন্সপেক্টর এস. এম. শহিদুল ইসলাম রন্টু ও নৈশ প্রহরী গোরাচাঁদ ধামাইচ হাটে গিয়ে ভেজাল পণ্যের অভিযোগ তুলে ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। এ সময় ব্যবসায়ীরা ঘুষ দিতে রাজি না হলে ব্যবসায়ীদের জেল জরিমানার ভয় দেখান। এতে ব্যবসায়ী ও হাটের লোকজন উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন।
ধামাইচ হাটের হোটেল ব্যবসায়ী রায়হান আলী বলেন, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম প্রায়ই বাজারে গিয়ে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে থাকেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধামাইচ হাটে এসে অনেক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন।
মসলা ও তেল বিক্রেতা আনিসুল হক বলেন, আমার দোকানে এসে স্যানিটারি ইন্সপেক্টর পণ্যে ভেজাল আছে বলে ঘুষ দাবি করেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত লোকজন তাঁদের মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেন।
অভিযোগ অস্বীকার করে শহিদুল ইসলাম বলেন, পরিকল্পিত ভাবে আমাকে লাঞ্ছিত ও অপমানিত করা হয়েছে। আমি পণ্যের গুণগত মান যাচাই করতে গিয়েছিলাম। আমি কখনোই ঘুষ দাবি করিনি।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, খবর পেয়ে ধামাইচ হাট থেকে তাঁদের উদ্ধার করা হয়। পরে রাত আটটার সময় মুচলেকা দিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তার জিম্মায় তাঁদের নিয়ে যান।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা জামাল মিয়া বলেন, খবর পেয়ে তাদের উদ্ধারের ব্যবস্থা করা হয়। তাঁদের বিরুদ্ধে করা অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে