
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেরাগাড়ীর সরিষাখেত থেকে অজ্ঞাতনামা কিশোরীর মরদেহ উদ্ধারের ছয় দিন পর গতকাল বুধবার ওই কিশোরীকে নিজের মেয়ে বলে দাবি করেছেন এক নারী। ফরিদপুরের সদরপুর থানার ভাষানচর এলাকার নূর নাহার নামের ওই নারী নন্দীগ্রাম থানায় এসে ছবি ও আলামত দেখে প্রাথমিকভাবে মরদেহটি নিজের নিখোঁজ মেয়ে শারমিন আক্তারের বলে দাবি করেন। এদিকে পুলিশ জানিয়েছে, ওই কিশোরী পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল।
নূরনাহার বলেন, ‘আমার মেয়ে জানুয়ারি মাসের ২ তারিখে হারিয়ে যায়। পরে ১০ জানুয়ারি সদরপুর থানায় জিডি করেছি। এর মধ্যে অনেক খোঁজাখুঁজি করেছি। আমরা ১৫ জানুয়ারি রাতে জানতে পেরেছি নন্দীগ্রামে মরদেহ পাওয়া গেছে।
এক ছেলে ও এক মেয়ের মধ্যে শারমিন বড় জানিয়ে নূরনাহার বলেন, সদরপুর থানার ভাষানচরের নতুন বাজার এলাকার একটি স্কুলে শারমিন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এলাকার এক ছেলের সঙ্গে সম্পর্ক থাকার কারণে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। তার পরেও সে ওই ছেলের সঙ্গে যোগাযোগ করত। আমার ধারণা, তারাই আমার মেয়েকে মেরেছে।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আমরা ফরিদপুরের সদরপুর থানার সঙ্গে কথা বলেছি। মরদেহ পরিবারের লোকজনের কাছে দেওয়ার প্রক্রিয়া চলছে। ডিএনএ টেস্টের ফল পেতে আনেক সময় লাগবে। ওসি আরও বলেন, ওই কিশোরী পাঁচ থেকে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৯ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৬ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৯ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
২২ মিনিট আগে