নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশের নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরদিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দুই দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে।
এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। এ ঘটনায় পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলার পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীতে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে নাজিম আলী (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাজিম মহানগরীর উপকণ্ঠ পবা থানার চৌবাড়িয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকালে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চৌবাড়িয়া পশ্চিমপাড়ার এসএসসি পরীক্ষার্থী এক প্রতিবন্ধী কিশোরী গত ১৪ মে সকালে পাশের নওহাটায় প্রাইভেট পড়ার জন্য যায়। প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরে না আসলে ওই কিশোরীর বাবা-মাসহ নিকটাত্মীয়রা খোঁজ করতে থাকেন। খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে তারা রাতেই পবা থানায় একটি নিখোঁজ জিডি করেন।
পরদিন সোমবার সকালে একই এলাকার এক ভ্যানচালক ওই কিশোরীকে রাস্তায় কাঁদতে দেখেন। এরপর তাকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ওই শরীরিক প্রতিবন্ধী কিশোরী তার বাবা-মাকে জানায়, প্রাইভেট পড়া শেষে সে দুই দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিল। এসময় নাজিম তাকে ভয় দেখিয়ে অপহরণ করে।
এরপর তাকে চৌবাড়িয়া এলাকার একটি ভুট্টা খেতে অস্ত্র দেখিয়ে দিনভর আটকিয়ে রাখে ও ধর্ষণ করে। ধর্ষণের ফলে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ভুট্টা খেতে রেখে নাজিম পালিয়ে যায়। এ ঘটনায় পবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ বলেন, মামলার পর পুলিশের একটি টিম নাজিমকে গ্রেপ্তারে মাঠে নামে। সোমবার দিবাগত গভীর রাতে তাকে চৌবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজিমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সদর উপজেলার কালিবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
১৬ মিনিট আগে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, এত টাকা খরচ করে পদ্মা সেতু না বানিয়ে যদি ইরিগেশনে ব্যয় করা যেত, চালের দাম পাঁচ টাকা কমে যেত। আজ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতে কী লাভ হলো অর্থনীতিতে?
১৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মাত্র দেড় বছর আগে র্যাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) টেকনাফ ব্যাটালিয়ন-২-এর নায়েব সুবেদার হিসেবে কর্মরত ছিলেন।
২৩ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে চার নম্বর বাংলাবাজারের রাংপানি নদীতে ১০টি বারকি নৌকা ধ্বংস ও বালুভর্তি তিনটি ট্রাক আটক করা হয়েছে।
৪৩ মিনিট আগে