নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের নেতা–কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তানোরের কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে।
ওই মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি ছিল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের। আরেক মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের অনুসারীরা এ কর্মসূচিতে প্রথমে হামলা করেন বলে অভিযোগ। এতেই দুপক্ষের সংঘর্ষ হয়।
দুই পক্ষের দেওয়া তথ্যমতে, মোট ১৭ জন আহত হয়েছেন। তবে দুপক্ষই তাদের সবার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাদ্রাসা চত্বরে সুলতানুল ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরি করা হচ্ছিল। শরিফ উদ্দীনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেন এবং কিছু চেয়ার ভাঙচুর করেন। এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক।
তারেক যাওয়ার পর তাঁর কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে অন্তত ১৩ জন আহত হন। ওই ঘটনার পর সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করেন। তখন আর কোনো বাধার সম্মুখীন হননি তিনি। এর আগে গত ১৫ ডিসেম্বর তানোরে ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে তাঁর বহরে হামলা হয়েছিল।
শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্যসচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভালো কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ছোট একটা ঘটনা ঘটেছে।’
সুলতানুল ইসলাম তারেকের অনুসারী স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম বলেন, ‘এখানে আজ আমাদের সুলতানুল ইসলাম তারেক সাহেবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা ভাঙচুর করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা খুবই নিন্দনীয়।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো ফিরে আসেনি। তারা ফিরে এলে ঘটনার ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’

রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই গ্রুপের নেতা–কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তানোরের কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা চত্বরে এই ঘটনা ঘটে।
ওই মাদ্রাসা প্রাঙ্গণে শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি ছিল রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেকের। আরেক মনোনয়নপ্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের অনুসারীরা এ কর্মসূচিতে প্রথমে হামলা করেন বলে অভিযোগ। এতেই দুপক্ষের সংঘর্ষ হয়।
দুই পক্ষের দেওয়া তথ্যমতে, মোট ১৭ জন আহত হয়েছেন। তবে দুপক্ষই তাদের সবার নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে মাদ্রাসা চত্বরে সুলতানুল ইসলাম তারেকের আগমন উপলক্ষে ছোট একটি মঞ্চ তৈরি করা হচ্ছিল। শরিফ উদ্দীনের অনুসারীরা গিয়ে এতে বাধা দেন এবং কিছু চেয়ার ভাঙচুর করেন। এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক।
তারেক যাওয়ার পর তাঁর কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর হামলা করেন। এতে অন্তত ১৩ জন আহত হন। ওই ঘটনার পর সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করেন। তখন আর কোনো বাধার সম্মুখীন হননি তিনি। এর আগে গত ১৫ ডিসেম্বর তানোরে ৩১ দফার লিফলেট বিতরণ করতে গেলে তাঁর বহরে হামলা হয়েছিল।
শরিফ উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত তানোর উপজেলা যুবদলের সদস্যসচিব শরীফ উদ্দিন মুন্সি বলেন, ‘সুলতানুল ইসলাম তারেক শীতবস্ত্র বিতরণ করবেন, ভালো কথা। কিন্তু তিনি স্থানীয় বিএনপির নেতাদের দাওয়াত দেননি। ফলে তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানালে ছোট একটা ঘটনা ঘটেছে।’
সুলতানুল ইসলাম তারেকের অনুসারী স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম বলেন, ‘এখানে আজ আমাদের সুলতানুল ইসলাম তারেক সাহেবের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু মেজর শরিফের অনুসারীরা ভাঙচুর করেছে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলা খুবই নিন্দনীয়।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা এখনো ফিরে আসেনি। তারা ফিরে এলে ঘটনার ব্যাপারে বিস্তারিত বলা যাবে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে