রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করেনি হল প্রশাসন। আজ সোমবার দুপুরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করিনি। তবে আজ বিকেলে আমরা হল প্রশাসন মিটিং করব। সেখানে সব ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করব। আশা করছি, সেই কমিটির তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।’
হল প্রাধ্যক্ষ আরও বলেন, ‘হলে ইতিমধ্যে আরও দুটি ঘটনা ঘটেছে। আমাদের এক কর্মচারীকে মারধর ও সেই সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য আতিক আমাকে হুমকি দিয়েছে। আমরা মিটিংয়ে এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করব এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করব।’
প্রসঙ্গত, গত শনিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। অপর পক্ষ মাদার বখ্শ হলের দিকে অবস্থান নিয়ে এই হামলা চালায়।
সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদের পক্ষ। তবে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর হয়ে হামলা চালাতে দেখা গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনা তদন্তে কোনো কমিটি গঠন করেনি হল প্রশাসন। আজ সোমবার দুপুরে হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করিনি। তবে আজ বিকেলে আমরা হল প্রশাসন মিটিং করব। সেখানে সব ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করব। আশা করছি, সেই কমিটির তদন্তে প্রকৃত ঘটনা উঠে আসবে।’
হল প্রাধ্যক্ষ আরও বলেন, ‘হলে ইতিমধ্যে আরও দুটি ঘটনা ঘটেছে। আমাদের এক কর্মচারীকে মারধর ও সেই সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য আতিক আমাকে হুমকি দিয়েছে। আমরা মিটিংয়ে এ বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করব এবং এ ঘটনায় জড়িতদের শাস্তির আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করব।’
প্রসঙ্গত, গত শনিবার রাত ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে। অপর পক্ষ মাদার বখ্শ হলের দিকে অবস্থান নিয়ে এই হামলা চালায়।
সংঘর্ষে জড়ায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু এবং শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদের পক্ষ। তবে সংঘর্ষ চলাকালে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের অনুসারীদের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর হয়ে হামলা চালাতে দেখা গেছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে