রাবি প্রতিনিধি

সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখা ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের এমন নির্দেশনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে তাদের জিম্মি করতে চাচ্ছে এবং মুক্ত জ্ঞানচর্চায় বাধা সৃষ্টি করছে।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস লিখেছেন, ‘দেশের পরিস্থিতি অনুসারে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবন ও লাইব্রেরির আশপাশে ব্যাডমিন্টনের অনেকগুলো কোর্ট কাটা হয়েছে। ছাত্ররা নিজেই সবগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। মধ্যরাত পর্যন্ত এ খেলা চলে।
এসব জায়গা তো খেলার জায়গা না। এত রাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ জন্য তাদেরকে আবাসিক হলের আশপাশে ও জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়। ক্যাম্পাসের নিরাপত্তা সমুন্নত রাখা ও বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
গতকাল সোমবার নির্দেশনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রশাসনের এমন নির্দেশনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁরা বলছেন, শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা সমুন্নত রাখতে এবং বৈদ্যুতিক দুর্ঘটনা ও শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড রোধকল্পে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে একাডেমিক ভবনসমূহের সামনে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে সন্ধ্যার পরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে তাদের জিম্মি করতে চাচ্ছে এবং মুক্ত জ্ঞানচর্চায় বাধা সৃষ্টি করছে।’
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাধারণ সম্পাদক আব্দুস সবুর লোটাস লিখেছেন, ‘দেশের পরিস্থিতি অনুসারে শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে আবাসিক হলে বন্দী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, একাডেমিক ভবন ও লাইব্রেরির আশপাশে ব্যাডমিন্টনের অনেকগুলো কোর্ট কাটা হয়েছে। ছাত্ররা নিজেই সবগুলোতে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়েছে। মধ্যরাত পর্যন্ত এ খেলা চলে।
এসব জায়গা তো খেলার জায়গা না। এত রাতে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ জন্য তাদেরকে আবাসিক হলের আশপাশে ও জিমনেশিয়ামে ব্যাডমিন্টন খেলার জন্য বলা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১৪ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে