বগুড়া প্রতিনিধি
বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার ডায়াবেটিক হাসপাতালে গিয়ে মুকুলের কক্ষে তালা দেন এবং নামফলক খুলে ফেলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল দীর্ঘদিন বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি ছিলেন। গত ১৭ আগস্ট আগের কমিটি ভেঙে দিয়ে তাঁকে আহ্বায়ক করে বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান।
কমিটি সূত্রে জানা যায়, ১২ মে স্থানীয় পত্রিকায় ডায়াবেটিক হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আত্মগোপনে থাকা আহ্বায়কের কাছে আবেদন পাঠাতে বলা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা এ পদক্ষেপ নেন।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পরও ডায়াবেটিক হাসপাতাল ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার পলাতক আসামি হয়েও হাসপাতাল নিয়ন্ত্রণ করছেন এবং নতুন নিয়োগ-বাণিজ্যের পরিকল্পনা করছেন। এ জন্য শান্তিপূর্ণভাবে তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কমিটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা শুধু কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করি।’
বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। একই সঙ্গে নামফলকও অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম ও কে এম খায়রুল বাশার ডায়াবেটিক হাসপাতালে গিয়ে মুকুলের কক্ষে তালা দেন এবং নামফলক খুলে ফেলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল দীর্ঘদিন বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালের সভাপতি ছিলেন। গত ১৭ আগস্ট আগের কমিটি ভেঙে দিয়ে তাঁকে আহ্বায়ক করে বিএনপি ও জামায়াতপন্থী নেতাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর জুলাই আন্দোলনে হামলার ঘটনায় মুকুলের বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান।
কমিটি সূত্রে জানা যায়, ১২ মে স্থানীয় পত্রিকায় ডায়াবেটিক হাসপাতালের তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে আত্মগোপনে থাকা আহ্বায়কের কাছে আবেদন পাঠাতে বলা হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা এ পদক্ষেপ নেন।
বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিদায়ের পরও ডায়াবেটিক হাসপাতাল ফ্যাসিস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ নেতা মুকুল হত্যা মামলার পলাতক আসামি হয়েও হাসপাতাল নিয়ন্ত্রণ করছেন এবং নতুন নিয়োগ-বাণিজ্যের পরিকল্পনা করছেন। এ জন্য শান্তিপূর্ণভাবে তাঁর কক্ষে তালা দেওয়া হয়েছে।
বগুড়া ডায়াবেটিক হাসপাতালের নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘কমিটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। আমরা শুধু কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করি।’
পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ধ্বংস ঠেকানো যাচ্ছে না। ঈদের ছুটিতে বেশ কয়েকটি ভবন ভাঙা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কিছু স্থাপনা ভাঙার কাজ স্থগিত হয়েছে। সাধারণত ছুটির সময়গুলোতে ভবন ভাঙার কাজ করা হয়ে থাকে। কারণ এ সময় অফিস বন্ধ থাকে, তদারকিও কম থাকে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এটি এ জেলার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল। তবে এই ভরসার জায়গায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। প্রতিষ্ঠার ৪১ বছর পার হলেও ২০২৫ সালে এসে মাত্র ৪১ জন চিকিৎসক দিয়ে ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম।
৪ ঘণ্টা আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) তালিকায় দুস্থদের বাদ দিয়ে সচ্ছলদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল পায়নি দুস্থরা। ঈদুল আজহার আগের দিন ভিজিএফের চাল বিতরণ শেষ করা হয়।
৪ ঘণ্টা আগেপ্রতিবছর ভাঙনে সংকুচিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এ বছর বর্ষার শুরুতে ভাঙনের কবলে পড়েছে সৈকতের সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত ঝাউবাগান। গত ১৫ দিনে কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সৈকততীরের দৃষ্টিনন্দন ঝাউবন সাগরে বিলীন হয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে