গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির কথা বলে গুরু লুটের ঘটনায় ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।
তিনি জানান, প্রত্যাহার করা ছয়জনের মধ্যে দুজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও তিনজন পুলিশ কনস্টেবল রয়েছেন।
এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি খামারে গরু ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় খামারের মালিক আশরাফুল ইসলাম ডাকাতির মামলা দায়ের করেছেন। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গরুগুলো উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। দ্রুত আপনারা পজিটিভ খবর পাবেন। থানায় ডাকাতির মামলা হয়েছে। গোমস্তাপুর থানার ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক আশরাফুল ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে খামার থেকে গরু নিয়ে যায়। অথচ পার্বতীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও খামার মালিক ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি বলে খামার মালিক জানান।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশ পরিচয়ে মাদক তল্লাশির কথা বলে গুরু লুটের ঘটনায় ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁদের গোমস্তাপুর থানার দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান।
তিনি জানান, প্রত্যাহার করা ছয়জনের মধ্যে দুজন উপপরিদর্শক, একজন সহকারী উপপরিদর্শক ও তিনজন পুলিশ কনস্টেবল রয়েছেন।
এর আগে গত শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি খামারে গরু ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় খামারের মালিক আশরাফুল ইসলাম ডাকাতির মামলা দায়ের করেছেন। গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম ও গোমস্তাপুর থানার ওসি দিলীপ কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গরুগুলো উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেপ্তারের অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। দ্রুত আপনারা পজিটিভ খবর পাবেন। থানায় ডাকাতির মামলা হয়েছে। গোমস্তাপুর থানার ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার রাত দেড়টার দিকে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের জিনারপুর গড়বাড়ি এলাকায় একটি গরুর খামারে পুলিশ পরিচয়ে খামার মালিক আশরাফুল ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে বেঁধে রেখে খামার থেকে গরু নিয়ে যায়। অথচ পার্বতীপুর-আড্ডার ওই সড়কে নিয়মিত পুলিশের টহল টিম থাকার পরও খামার মালিক ৯৯৯-এ দুইবার ফোন দেওয়ার পরও পুলিশ ঘটনাস্থলে যথাসময়ে পৌঁছায়নি বলে খামার মালিক জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে