নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফলে ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সিজিপিএ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছেন শামীমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।’
জানা গেছে, শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের বাসিন্দা সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির মেয়ে। তাঁর স্বামীর নাম আব্দুর রাজ্জাক। শামীমা জানান, সংসার ও বাচ্চা সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে নিজের দৃঢ় মনোবল, স্বামীর সহায়তা এবং অধ্যবসায় তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
শামীমার এই অর্জনে গতকাল বৃহস্পতিবার তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এই অর্জনে আমরা গর্বিত। তার সাফল্য কলেজের জন্য সম্মান বয়ে এনেছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফলে ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সিজিপিএ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছেন শামীমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।’
জানা গেছে, শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের বাসিন্দা সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির মেয়ে। তাঁর স্বামীর নাম আব্দুর রাজ্জাক। শামীমা জানান, সংসার ও বাচ্চা সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে নিজের দৃঢ় মনোবল, স্বামীর সহায়তা এবং অধ্যবসায় তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
শামীমার এই অর্জনে গতকাল বৃহস্পতিবার তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এই অর্জনে আমরা গর্বিত। তার সাফল্য কলেজের জন্য সম্মান বয়ে এনেছে।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে