নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফলে ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সিজিপিএ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছেন শামীমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।’
জানা গেছে, শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের বাসিন্দা সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির মেয়ে। তাঁর স্বামীর নাম আব্দুর রাজ্জাক। শামীমা জানান, সংসার ও বাচ্চা সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে নিজের দৃঢ় মনোবল, স্বামীর সহায়তা এবং অধ্যবসায় তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
শামীমার এই অর্জনে গতকাল বৃহস্পতিবার তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এই অর্জনে আমরা গর্বিত। তার সাফল্য কলেজের জন্য সম্মান বয়ে এনেছে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন শামীমা আক্তার। এক মাস বয়সী কন্যাসন্তানকে বাসায় রেখে তিনি পরীক্ষা দিয়েছেন। তারপরও রাজশাহীর বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক চিঠিতে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, সম্প্রতি প্রকাশিত ফলে ২০২২ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর এবং সিজিপিএ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছেন শামীমা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ‘শামীমা আক্তার এ বছর অনুষ্ঠিত ডিগ্রি পরীক্ষায় সব বিভাগে এগিয়ে থেকে সার্বিকভাবে দেশের মধ্যে প্রথম হয়েছেন।’
জানা গেছে, শামীমা আক্তার বাগমারার বাইগাছা গ্রামের বাসিন্দা সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির মেয়ে। তাঁর স্বামীর নাম আব্দুর রাজ্জাক। শামীমা জানান, সংসার ও বাচ্চা সামলে পড়াশোনা চালিয়ে যাওয়া সহজ ছিল না। তবে নিজের দৃঢ় মনোবল, স্বামীর সহায়তা এবং অধ্যবসায় তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।
এর আগেও শামীমা শিক্ষাজীবনে একাধিক সাফল্য পেয়েছেন। বাইগাছা উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি এবং এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেন। ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখেন।
শামীমার এই অর্জনে গতকাল বৃহস্পতিবার তাঁকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় কলেজের অধ্যক্ষ এস এম মাহবুবুর রহমান বলেন, ‘শামীমার এই অর্জনে আমরা গর্বিত। তার সাফল্য কলেজের জন্য সম্মান বয়ে এনেছে।’

মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
১ মিনিট আগে
যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
৩৬ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে