নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড় ভেঙে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন হয়েছে। পরে এ দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহী মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ সংহতি, রাজশাহী মহানগরের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেনবিশিষ্ট সড়ক। এই সড়কের ছোট বনগ্রাম এলাকার বারো রাস্তার মোড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ মোড়ে প্রতি মাসে অন্তত ১০-১৫টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোনো ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। বক্তারা আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক, আফজাল হোসেন; জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী; স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক কামরান হাফিজ, নিসচার রাজশাহীর সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।
এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদকে স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক), এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ও সওজের রাজশাহী নির্বাহী প্রকৌশলীকেও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বারো রাস্তার মোড়ে কয়েক দিন পরপরই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা এই মোড়টির নাম দিয়েছেন ‘মরণের মোড়’। এটি লিখে সম্প্রতি সেখানে ব্যানার টানিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবির মুখেও সেখানে গোলচত্বর নির্মাণ করা হয়নি। সম্প্রতি ওই মোড়ে আবার দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা সড়কটি কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। রাস্তার একটি অংশ খুঁড়ে ফেলা হয়।

রাজশাহীর ছোট বনগ্রাম এলাকার অতি দুর্ঘটনাপ্রবণ বারো রাস্তা মোড় ভেঙে গোলচত্বর করার দাবিতে মানববন্ধন হয়েছে। পরে এ দাবিতে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি, রাজশাহী মহানগরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরের সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ সংহতি, রাজশাহী মহানগরের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু। বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের পরিচালনা করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী মহানগরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম একটি হলো বিমান চত্বর থেকে বিহাস পর্যন্ত চার লেনবিশিষ্ট সড়ক। এই সড়কের ছোট বনগ্রাম এলাকার বারো রাস্তার মোড় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ মোড়ে প্রতি মাসে অন্তত ১০-১৫টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে। রাস্তায় প্রয়োজনীয় স্পিড ব্রেকার, ট্রাফিক নির্দেশিকা এবং কোনো ট্রাফিক পুলিশ না থাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালান চালকেরা। বক্তারা আর একটি প্রাণ ঝরে যাওয়ার আগেই গোলচত্বর নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন রুলফাও রাজশাহীর নির্বাহী পরিচালক, আফজাল হোসেন; জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী; স্পেস রাজশাহীর নির্বাহী পরিচালক কামরান হাফিজ, নিসচার রাজশাহীর সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান বাবু, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।
এদিকে মানববন্ধন শেষে একটি প্রতিনিধিদল রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদকে স্মারকলিপি দেন। স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, নগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক), এলজিইডির রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ও সওজের রাজশাহী নির্বাহী প্রকৌশলীকেও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বারো রাস্তার মোড়ে কয়েক দিন পরপরই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা এই মোড়টির নাম দিয়েছেন ‘মরণের মোড়’। এটি লিখে সম্প্রতি সেখানে ব্যানার টানিয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবির মুখেও সেখানে গোলচত্বর নির্মাণ করা হয়নি। সম্প্রতি ওই মোড়ে আবার দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা সড়কটি কয়েক ঘণ্টা অবরোধ করে রাখেন। রাস্তার একটি অংশ খুঁড়ে ফেলা হয়।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে