সিরাজগঞ্জ প্রতিনিধি

অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অটোরিকশাচালক শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক পাবনা জেলার ফরিদপুরের ডেমরা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় সিএনজি অটোরিকশাচালক। পাঁচ বছর আগে সে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। এরপর রাজমিস্ত্রি কাজ শুরু করে। কিন্তু অল্প আয় দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
অভাবের তাড়নায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১ অক্টোবর জাহাঙ্গীর পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারে যায় এবং টার্গেট খুঁজতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সে রাসেলকে ভ্যানসহ দেখতে পায়। পরে শাহজাদপুরের চরাচিথুলিয়া মণ্ডলপাড়ায় ঘুষি (গোবরের তৈরি) নিয়ে আসার জন্য ৭০ টাকা চুক্তি করে ভ্যানে ওঠে জাহাঙ্গীর।
এরপর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় এসে ভ্যান থামিয়ে রাসেলকে পাশের একটি বালুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথার বাম পাশে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
এরপর সে রাসেলের পরিধেয় লুঙ্গি তার গলায় পেঁচিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তার পকেট থেকে মোবাইল ও ভ্যানের চাবি নিয়ে মরদেহ পাশের ধানখেতের মধ্যে ফেলে রাখে। এরপর জাহাঙ্গীর রাস্তায় এসে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গত ৩ অক্টোবর ধানখেতে রাসেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ৪ অক্টোবর রাসেলের পরিবার ফেসবুকে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে মরদেহ দেখে শনাক্ত করে এবং রাসেলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা-পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদপুর থানায় তিনটি চুরি মামলা রয়েছে। সে রাসেলকে হত্যা করার কথা স্বীকার করেছে।’

অভাবের তাড়নায় ভ্যান ছিনতাই করতে গিয়ে ভ্যানচালক রাসেলকে (১৫) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিএনজি অটোরিকশাচালক জাহাঙ্গীরকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মোবাইল, ভ্যানের ব্যাটারি, চাবি, পাঁচ হাজার ৫০০ টাকাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠি ও লুঙ্গি উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার অটোরিকশাচালক শাহজাদপুর উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। নিহত ভ্যানচালক পাবনা জেলার ফরিদপুরের ডেমরা গ্রামের রবিউল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর পেশায় সিএনজি অটোরিকশাচালক। পাঁচ বছর আগে সে তার অটোরিকশাটি বিক্রি করে দেয়। এরপর রাজমিস্ত্রি কাজ শুরু করে। কিন্তু অল্প আয় দিয়ে তার সংসার চালানো কঠিন হয়ে পড়ে।
অভাবের তাড়নায় সে ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক গত ১ অক্টোবর জাহাঙ্গীর পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারে যায় এবং টার্গেট খুঁজতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে সে রাসেলকে ভ্যানসহ দেখতে পায়। পরে শাহজাদপুরের চরাচিথুলিয়া মণ্ডলপাড়ায় ঘুষি (গোবরের তৈরি) নিয়ে আসার জন্য ৭০ টাকা চুক্তি করে ভ্যানে ওঠে জাহাঙ্গীর।
এরপর উপজেলার মণ্ডলপাড়া এলাকায় এসে ভ্যান থামিয়ে রাসেলকে পাশের একটি বালুর মাঠের মধ্যে নিয়ে যায়। সেখানে পড়ে থাকা একটি বাঁশের লাঠি দিয়ে রাসেলের মাথার বাম পাশে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়।
এরপর সে রাসেলের পরিধেয় লুঙ্গি তার গলায় পেঁচিয়ে ধরে মৃত্যু নিশ্চিত করে। পরে তার পকেট থেকে মোবাইল ও ভ্যানের চাবি নিয়ে মরদেহ পাশের ধানখেতের মধ্যে ফেলে রাখে। এরপর জাহাঙ্গীর রাস্তায় এসে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
গত ৩ অক্টোবর ধানখেতে রাসেলের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ৪ অক্টোবর রাসেলের পরিবার ফেসবুকে জানতে পেরে শাহজাদপুর থানাতে এসে মরদেহ দেখে শনাক্ত করে এবং রাসেলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
শাহজাদপুর থানা-পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার ভোরে উপজেলা মণ্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ‘গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে শাহজাদপুর থানায় তিনটি চুরি মামলা রয়েছে। সে রাসেলকে হত্যা করার কথা স্বীকার করেছে।’

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
৮ মিনিট আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে