নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুপুরে বহিষ্কার হন বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম জুম্মা। কয়েক ঘণ্টা পর বিকেলেই দলীয় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলা জিউপাড়া ইউনিয়নে।
এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁরা বলছেন, বহিষ্কৃত নেতাকে প্রধান বক্তা হিসেবে অনুষ্ঠানে জায়গা দিয়ে জেলা বিএনপির নেতাদের অপমান করা হয়েছে। দলীয় সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতাদের প্রশ্নবিদ্ধ করা হয়েছে বলেও মনে করেন তাঁরা।
জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার (১১ জুন) পুঠিয়া উপজেলা বিএনপির নেতা আনোয়ারুল ইসলাম জুম্মাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা বিএনপি। একই দিন বিকেলে তিনি উপজেলার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও নতুনদের অন্তর্ভুক্তি ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
আর ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
আরও জানা যায়, আনোয়ারুল ইসলাম জুম্মা পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁর বিরুদ্ধে এলাকার একজন প্রধান শিক্ষককে স্কুলে যেতে না দেওয়ার অভিযোগ আছে। এ ছাড়া তাঁর ইন্ধনে বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামে গত সোমবার দুই সেনাসদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও উঠেছে। এ কারণে গতকাল আনোয়ারুল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়।
বহিষ্কার হয়েও দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ারুল ইসলাম জুম্মা আজকের পত্রিকাকে বলেন, ‘কলমের পাওয়ার আছে, আমাকে বহিষ্কার করেছে। বহিষ্কারের পরও অনেক বড় প্রোগ্রাম করেছি। জনগণ যেখানে চাইবে, আমি সেখানেই আছি। আমি জনগণের সঙ্গে আছি।’
ওই অনুষ্ঠানের অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল জানান, আনোয়রুলকে বহিষ্কারের বিষয়টি তিনি জানতেন না। তাই দলীয় কর্মসূচিতে নেওয়া হয়েছিল।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘এটা তো বিয়ের দাওয়াত ছিল না যে তিনি চলে গেলেন। এটা রাজনৈতিক অনুষ্ঠান ছিল। সেখানে তিনি গিয়ে ঠিক করেননি। কারণ, তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তদন্তে সত্যতা পাওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা প্রোগ্রাম করেছে, তারাও জানে। তাদের বোঝা উচিত ছিল, এটা দলীয় সিদ্ধান্ত। কিন্তু বহিষ্কৃত নেতাকে সঙ্গে নিয়ে প্রোগ্রাম করে তারা পার্টির সিদ্ধান্তকে অমান্য করেছে।’
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার বলেন, ‘গতকাল বিকেলে বিএনপির অনুষ্ঠানের বিষয়ে অধ্যাপক নজরুল ইসলাম আমাদের অবগত করেছেন। তিনি জানিয়েছেন যে আনোয়ারুল ইসলাম জুম্মাকে বহিষ্কার করা হয়েছে—বিষয়টি তিনি জানতেন না।’
আহমেদাবাদে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্তের ঘটনার সব নিউজ পড়তে ক্লিক করুন

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
১৬ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
২২ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে