রাবি প্রতিনিধি

ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।

ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৬ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে