রাবি প্রতিনিধি

ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।

ভোট গ্রহণ শুরুর প্রথম দুই ঘণ্টায় রাজশাহী-২ (সদর) আসনের একটি কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ২০টি, যা মোট ভোটারের মাত্র ১ দশমিক ০৯ শতাংশ। কেন্দ্রটির নাম রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কেন্দ্রটির দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসার জানান, কেন্দ্রটির মোট ভোটার ১ হাজার ৮২২ জন। নারী ভোটার ৯৪৩ ও পুরুষ ভোটার ৮৮৩ জন। তাদের সিংহভাগই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। কেন্দ্রটিতে নৌকা ও কাঁচি প্রতীকের পোলিং এজেন্ট থাকলেও অন্যান্য প্রতীকের কোনো এজেন্ট নাই।
সকাল ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ভোট শুরুর প্রথম আধা ঘণ্টায় শুধু একজন নারী কেন্দ্রে প্রবেশ করেছেন। পরে আরও দুজন পুরুষ ভোটার কেন্দ্রে প্রবেশ করলেও সিরিয়াল নম্বরের জটিলতায় তাঁরা ভোট দিতে পারেননি। তবে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, তাদের পূর্বেই কেন্দ্রের পাঁচটি বুথের দুই প্রার্থীর (নৌকা ও কাঁচি) দুজন করে মোট ১০ জন পোলিং এজেন্ট ভোট প্রদান করেছেন।
প্রিজাইডিং অফিসার আজকের পত্রিকাকে বলেন, ভোট শুরুর দুই ঘণ্টায় মাত্র ২০টি ভোট কাস্ট হয়েছে। তার মধ্যে দুই প্রার্থীর পোলিং এজেন্ট ১০ জন, যা আমাদের কেন্দ্রের মোট ভোটারের ১.০৯ শতাংশ। তবে আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।
উল্লেখ্য, রাজশাহী-২ আসনে (সদর) মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৪১৮ আর নারী ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৫৯ জন। এ ছাড়া হিজড়া ভোটার আছেন ৮ জন।
রাজশাহী-২ আসনে (সদর) মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ওয়াকার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা। জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে আবদুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলী, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে সাইফুল ইসলাম স্বপন, জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে নোঙর প্রতীক নিয়ে কামরুল হাসান, সাংস্কৃতিক মুক্তিজোটের ছড়ি প্রতীক নিয়ে ইয়াসির আলিফ বিন হাবিব, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীক নিয়ে মারুফ শাহরিয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঁচি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. শফিকুর রহমান বাদশা।

নীলফামারীর সৈয়দপুরে আওয়ামী লীগ নেতা ও বর্তমান ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল রোববার রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে...
১ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ব্যারিস্টার ফুয়াদ। তিনি রোববার রাত ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে এই ভিডিও বার্তা দেন।
১ ঘণ্টা আগে
খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে