গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নাজিরপুর বাজারের প্রধান সড়কে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলীর পক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মনোনয়নবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করে বলেন, দল সংগঠন চালাতে গিয়ে নানাভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে আইয়ুব আলীর নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে তাঁর পরিবর্তনে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন (নৌকা) দেওয়া হয়েছে। অথচ তিনি বিতর্কিত পরিবারের সন্তান। তাঁর বাবা (মরহুম আব্দুল আজিজ) গুরুদাসপুর থানায় যুদ্ধ অপরাধী মামলার ৮ নম্বর আসামি ছিলেন।
যুদ্ধ অপরাধী মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী বিশ্বাস বাদী হয়ে আব্দুল আজিজসহ ১০ জনের নামে গুরুদাসপুর থানায় মামলাটি (মামলা নম্বর ০৪ তারিখ ৫.৭. ২০০৯) দায়ের করা হয়। প্রার্থী নিজেও চেক ডিজঅনার মামলার (এনআই অ্যাক্ট) এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
নাজিরপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হোসেন বলেন, বিতর্কিত একজন ব্যক্তিকে আ. লীগের দলীয় মনোনয়ন দেওয়ার কারণে দলের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করে পরিচ্ছন্ন ইমেজের অন্য কোনো ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে মো. শরিফুল ইসলামের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমার বাবা আব্দুল আজিজ একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া আমি নিজেও বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলাম।
শরিফুল ইসলাম দাবি করে বলেন, স্থানীয়ভাবে বিভক্ত রাজনীতির শিকার হয়েছিলেন আমার বাবা। তিনি হয়রানি মামলার শিকার হয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার কারণে আমার পরিবারকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। তাঁরা ঢাকায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নে নৌকার প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নাজিরপুর বাজারের প্রধান সড়কে মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলীর পক্ষে এ কর্মসূচি পালন করা হয়।
মনোনয়নবঞ্চিত প্রার্থীরা অভিযোগ করে বলেন, দল সংগঠন চালাতে গিয়ে নানাভাবে আর্থিক ক্ষতির শিকার হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে আইয়ুব আলীর নাম কেন্দ্রে পাঠানো হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে তাঁর পরিবর্তনে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন (নৌকা) দেওয়া হয়েছে। অথচ তিনি বিতর্কিত পরিবারের সন্তান। তাঁর বাবা (মরহুম আব্দুল আজিজ) গুরুদাসপুর থানায় যুদ্ধ অপরাধী মামলার ৮ নম্বর আসামি ছিলেন।
যুদ্ধ অপরাধী মামলার নথি সূত্রে জানা গেছে, ২০০৯ সালে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী বিশ্বাস বাদী হয়ে আব্দুল আজিজসহ ১০ জনের নামে গুরুদাসপুর থানায় মামলাটি (মামলা নম্বর ০৪ তারিখ ৫.৭. ২০০৯) দায়ের করা হয়। প্রার্থী নিজেও চেক ডিজঅনার মামলার (এনআই অ্যাক্ট) এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
নাজিরপুর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হোসেন বলেন, বিতর্কিত একজন ব্যক্তিকে আ. লীগের দলীয় মনোনয়ন দেওয়ার কারণে দলের ইমেজ ক্ষুণ্ন হয়েছে। অবিলম্বে প্রার্থী পরিবর্তন করে পরিচ্ছন্ন ইমেজের অন্য কোনো ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানাচ্ছি।
অভিযোগ প্রসঙ্গে মো. শরিফুল ইসলামের সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমার বাবা আব্দুল আজিজ একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া আমি নিজেও বিএনপি-জামাত ক্ষমতায় থাকার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ছিলাম।
শরিফুল ইসলাম দাবি করে বলেন, স্থানীয়ভাবে বিভক্ত রাজনীতির শিকার হয়েছিলেন আমার বাবা। তিনি হয়রানি মামলার শিকার হয়েছিলেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার কারণে আমার পরিবারকে ঘিরে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে উপজেলা আ. লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। তাঁরা ঢাকায় আছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক এমপি আ ন ম সামসুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী আজাদী।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের লৌহজংয়ে আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়েছে নতুন বছরের বই উৎসব। নতুন বছরে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে লৌহজং...
১ ঘণ্টা আগে
রাজশাহীতে রাস্তার কাজের সাইটে চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার হয়েছেন এক বিএনপির কর্মী। বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে