রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ রাতুলকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী সজীব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনের ১৭তম কাউন্সিল বৈঠকে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কমিটির সদস্যরা হলেন আতিক আজমাইন, মারুফ হাসান জিসান, শ্রেয়সী উদীপ্তি, মনিমুল হক, মো. আশিকুর রহমান, রঞ্জু শেখ, মিজানুর রহমান, মো. নিশাদুজ্জামান আকাশ, মোহাম্মদ মিনহাজ প্রামাণিক, মুনতাসীর তাসিন ও সাজ্জাদুজ্জামান নাবিল।
কাউন্সিল বৈঠকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনকে ব্যয়বহুল করা, আসন কমানোর মাধ্যমে উচ্চশিক্ষা সংকোচন, আবাসন সংকট নিরসন না করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামকে অভিবাদন জানান। সেই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষাব্যবস্থার জন্য পুঁজিবাদী বিশ্বব্যবস্থাকে এবং শাসনক্ষমতায় থাকা সরকারব্যবস্থাকে দায়ী করেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘এক সংকটময় মুহূর্তে আমরা এই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশের যেকোনো সংকটে শিক্ষার্থীরাই সব সময় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা পালন করতে গিয়ে যুগে যুগে বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্ষুদিরাম, সূর্য সেন, আবু সাঈদ, আনাসদের মতো বীরদের জন্ম হয়েছে। আমরা তাঁদেরই উত্তরসূরি। শিক্ষার সামগ্রিক সংকটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী ফুয়াদ রাতুলকে আহ্বায়ক এবং রসায়ন বিভাগের শিক্ষার্থী সজীব আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সংগঠনের ১৭তম কাউন্সিল বৈঠকে এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ।
কমিটির সদস্যরা হলেন আতিক আজমাইন, মারুফ হাসান জিসান, শ্রেয়সী উদীপ্তি, মনিমুল হক, মো. আশিকুর রহমান, রঞ্জু শেখ, মিজানুর রহমান, মো. নিশাদুজ্জামান আকাশ, মোহাম্মদ মিনহাজ প্রামাণিক, মুনতাসীর তাসিন ও সাজ্জাদুজ্জামান নাবিল।
কাউন্সিল বৈঠকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জনকে ব্যয়বহুল করা, আসন কমানোর মাধ্যমে উচ্চশিক্ষা সংকোচন, আবাসন সংকট নিরসন না করে শিক্ষার্থীদের জিম্মি করে রাখাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বক্তারা শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামকে অভিবাদন জানান। সেই সঙ্গে বাংলাদেশসহ সারা বিশ্বের শিক্ষাব্যবস্থার জন্য পুঁজিবাদী বিশ্বব্যবস্থাকে এবং শাসনক্ষমতায় থাকা সরকারব্যবস্থাকে দায়ী করেন।
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ বলেন, ‘এক সংকটময় মুহূর্তে আমরা এই কাউন্সিল অনুষ্ঠানের আয়োজন করেছি। দেশের যেকোনো সংকটে শিক্ষার্থীরাই সব সময় অগ্রগামী ভূমিকা পালন করেছেন। এই ভূমিকা পালন করতে গিয়ে যুগে যুগে বীরকন্যা প্রীতিলতা, বেগম রোকেয়া, জাহানারা ইমাম, ক্ষুদিরাম, সূর্য সেন, আবু সাঈদ, আনাসদের মতো বীরদের জন্ম হয়েছে। আমরা তাঁদেরই উত্তরসূরি। শিক্ষার সামগ্রিক সংকটে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রায় ৯০ বছর বয়সী এই অসহায় বৃদ্ধা বসবাস করেন নেছারাবাদ উপজেলার কামারকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে। কামারকাঠি গ্রামের সন্ধ্যা নদীর পাড়ঘেঁষা একটি ছোট, জীর্ণ ঘরই তাঁর একমাত্র আশ্রয়। নদীর তীরবর্তী হওয়ায় বৃষ্টি ও বন্যার দিনে দুর্ভোগ যেন আরও বেড়ে যায়। জীবনের শেষ বয়সে তাঁর ভরসা বলতে একমাত্র ছেলে।
৬ মিনিট আগে
ড্রাইভিং পরীক্ষায় পাস ও লাইসেন্স দেওয়ার নামে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বিরুদ্ধে। পরীক্ষায় পাস করিয়ে দিতে জনপ্রতি ২ হাজার করে টাকা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আব্বাসনগরে সোমেশ্বরী নদীর ওপর গার্ডার সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়েছে প্রায় দুই বছর আগে। এখন পর্যন্ত সেতুর খুঁটি (পিলার) নির্মাণ সম্পন্ন হয়েছে। অন্য কাজ আর হয়নি।
৬ ঘণ্টা আগে
ইটভাটার আগ্রাসনে চাঁদপুরে ফসলি জমির উর্বরতা শক্তি ক্রমে কমছে। প্রতিবছর শীত মৌসুমে ভাটাগুলো চালুর সময় জেলার বিভিন্ন এলাকায় অবাধে কাটা হয় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি নিচু হয়ে যাচ্ছে মাটির স্তর।
৬ ঘণ্টা আগে