রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর পদ্মার পাড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি করপোরেশন। বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকার উন্নয়নকাজ চলমান। কাজের আওতায় সীমানাপ্রাচীর, সৌন্দর্যবর্ধক গ্রিলবেষ্টিত রেলিং, ওয়ার্কওয়ে, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ক্যাফেটেরিয়া সংস্কার করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে পদ্মার পাড়ের এসব উন্নয়নকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর মন্নুজান স্কুল থেকে বড়কুটি হয়ে লালনশাহ পার্ক পর্যন্ত হেঁটে পদ্মার পাড়ের উন্নয়নের কর্মযজ্ঞ পরিদর্শন করেন।
জানা যায়, রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড়ই নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র। পদ্মার পাড়েই অবস্থিত হজরত শাহ মখদুম রুপোষ (রহ.)-এর মাজার শরিফ। এর পাশে রাসিকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। মাজার শরিফ ও পদ্মার পাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদনকেন্দ্রকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়নকাজ বাস্তবায়ন করছে রাসিক।
নগর সংস্থা জানিয়েছে, পদ্মা গার্ডেনসংলগ্ন ব্রিজ থেকে শাহ মখদুম রুপোষ মাজারসংলগ্ন ব্রিজ পর্যন্ত ওয়ার্কওয়ে নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে মাজারসংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেনসংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ৯৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওভারব্রিজ দুটি ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। ব্রিজের সৌন্দর্যবর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিতি। রং আর তুলির আঁচড়ে ওভারব্রিজ দুটিকে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। পদ্মার পাড়ের আকর্ষণ বাড়াতে এরই মধ্যে যুক্ত হয়েছে দুটি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ার।
এ ছাড়া পদ্মা গার্ডেন থেকে লালনশাহ পার্ক পর্যন্ত পদ্মার পাড়ের ওয়ার্কওয়েতে ৪০টি পোলে এলইডি লাইট লাগানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয়। আলোকায়নের কারণে এখন রাতেও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন দর্শনার্থীরা। এখন লালনশাহ বাঁধসংলগ্ন রাস্তাটি প্রশস্তকরণসহ ফুটপাত নির্মাণকাজও প্রক্রিয়াধীন।
উন্নয়নের কর্মযজ্ঞ পরিদর্শনকালে রাসিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এভাবে উন্নয়ন করে পদ্মার পাড়কে আরও নান্দনিকভাবে গড়ে তোলা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়রের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, আনোয়ার হোসেন আনার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাসিকের উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, মীর শাহরিয়ার সুলতান পরাগ, ফররুখ আহমেদ শিশির, সহকারী আর্কিটেক জহুরুল ইসলাম অনন্ত ও গৌরব দে।
আরও পড়ুন:

রাজশাহীর পদ্মার পাড়ের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সিটি করপোরেশন। বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকার উন্নয়নকাজ চলমান। কাজের আওতায় সীমানাপ্রাচীর, সৌন্দর্যবর্ধক গ্রিলবেষ্টিত রেলিং, ওয়ার্কওয়ে, দর্শনার্থীদের বসার বেঞ্চ ও ক্যাফেটেরিয়া সংস্কার করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুরে পদ্মার পাড়ের এসব উন্নয়নকাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি নগরীর মন্নুজান স্কুল থেকে বড়কুটি হয়ে লালনশাহ পার্ক পর্যন্ত হেঁটে পদ্মার পাড়ের উন্নয়নের কর্মযজ্ঞ পরিদর্শন করেন।
জানা যায়, রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড়ই নগরবাসীর অন্যতম বিনোদনকেন্দ্র। পদ্মার পাড়েই অবস্থিত হজরত শাহ মখদুম রুপোষ (রহ.)-এর মাজার শরিফ। এর পাশে রাসিকের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। মাজার শরিফ ও পদ্মার পাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দর্শনার্থীরা। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদনকেন্দ্রকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়নকাজ বাস্তবায়ন করছে রাসিক।
নগর সংস্থা জানিয়েছে, পদ্মা গার্ডেনসংলগ্ন ব্রিজ থেকে শাহ মখদুম রুপোষ মাজারসংলগ্ন ব্রিজ পর্যন্ত ওয়ার্কওয়ে নির্মাণ করা হয়েছে। এরই মধ্যে মাজারসংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেনসংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। ৯৮ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওভারব্রিজ দুটি ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। ব্রিজের সৌন্দর্যবর্ধনে করা হয়েছে নান্দনিক গ্রাফিতি। রং আর তুলির আঁচড়ে ওভারব্রিজ দুটিকে ফুটিয়ে তোলা হয়েছে নান্দনিকভাবে। পদ্মার পাড়ের আকর্ষণ বাড়াতে এরই মধ্যে যুক্ত হয়েছে দুটি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ার।
এ ছাড়া পদ্মা গার্ডেন থেকে লালনশাহ পার্ক পর্যন্ত পদ্মার পাড়ের ওয়ার্কওয়েতে ৪০টি পোলে এলইডি লাইট লাগানো হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতিগুলো অটোলজিক কন্ট্রোলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অন-অফ হয়। আলোকায়নের কারণে এখন রাতেও স্বচ্ছন্দে চলাফেরা করতে পারছেন দর্শনার্থীরা। এখন লালনশাহ বাঁধসংলগ্ন রাস্তাটি প্রশস্তকরণসহ ফুটপাত নির্মাণকাজও প্রক্রিয়াধীন।
উন্নয়নের কর্মযজ্ঞ পরিদর্শনকালে রাসিকের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, এভাবে উন্নয়ন করে পদ্মার পাড়কে আরও নান্দনিকভাবে গড়ে তোলা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি মেয়রের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, আনোয়ার হোসেন আনার, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, নগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, রাসিকের উপসহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী পপি, মীর শাহরিয়ার সুলতান পরাগ, ফররুখ আহমেদ শিশির, সহকারী আর্কিটেক জহুরুল ইসলাম অনন্ত ও গৌরব দে।
আরও পড়ুন:

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে