বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে লিটন হোসেন (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপরে উপজেলার খাকসা স্কুলপাড়া গ্রাম থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত লিটন হোসেন উপজেলা খাকসা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মমিন আলী বলেন, লিটন হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পাবনা জেলার চাটমোহর উপজেলার নানার বাড়িতে থাকে। সোমবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় লিটন হোসেনকে। আজ দুপুরে লিটন হোসেনের বাড়ির পাশে ভুট্টার জমিতে সার দিতে গিয়ে গন্ধ পায় ওই গ্রামের মৃত এরশাদ ফকিরের ছেলে নাসির ফকির। পরে জানালা দিয়ে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা ভেতর থেকে বন্ধ ছিল। লাশ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে।
লিটনের বোন রুমা বেগম বলেন, ‘সোমবার রাতে ফোন দিয়ে বলেছিল মঙ্গলবার আমার বাড়িতে আসবে। কিন্তু তার ফোন বন্ধ পাওয়া যায়।’
লিটনের হোসেনের ভাতিজা বেলাল হোসেন বলেন, ‘সোমবার সন্ধ্যায় চাচার ছেলে লিখন হোসেন সঙ্গে চা খেয়ে চাটমোহর চলে যাই। তার পর থেকে আর যোগাযোগ ছিল না।’
বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর শাফিউল আযম বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
২ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২ ঘণ্টা আগে