প্রতিনিধি

গুরুদাসপুর (নাটোর): করোনাকালে পরিবার নিয়ে কষ্টে থাকা বাউল নিত্যানন্দ এবং তাঁর সঙ্গে থাকা আরও আটটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
অভাব–অনটনে থাকা এই বাউলদের নিজস্ব কোনো ঠিকানা নেই। বর্তমানে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে তাঁদের বসবাস। গত সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
লকডাউনে গানের আসর বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের স্ত্রী–সন্তানদের নিয়ে চরম অর্থকষ্টে পড়েন বাউল নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবার। তাঁদের বর্তমান জীবনের দুঃখ–কষ্টের কথা ইউএনওকে জানালে ইউএনও নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেন।
নিত্যানন্দ বাউল বলেন, `গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গানের আসর বন্ধ হয়ে যায়। শুরু হয় নিদারুণ কষ্টের দিন। এ বছরের জানুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নতুন করে লকডাউনে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছিলাম। আমাদের কষ্টের কথা শুনে উপজেলা প্রশাসন থেকে খাদ্যসহযোগিতা করা হয়েছে। আশা করি অনেক দিন চলে যাবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, নিত্যানন্দ বাউল এবং প্রায় আটটি বাউলপরিবার একসঙ্গে বিভিন্ন জায়গায় গানবাজনা করত। করোনার কারণে তাদের গানবাজনা বন্ধ হয়ে গেছে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল গান। করোনার সংক্রমণ এবং লকডাউনে আর্থিক সংকটে পড়ার খবর তাদের কাছে শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। নিত্যানন্দের বিনয়ী কথাবার্তা মুগ্ধ করেছে। করোনায় আর্থিক কষ্টে থাকলেও মলিন মুখে সুন্দর করে কুশল বিনিময় করেছেন তিনি। সংসারের আর্থিক দুরবস্থার কথা জেনে তাঁর প্রতি ভালোবাসার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা তাঁদের মধ্যে প্রদান করা হয়েছে।

গুরুদাসপুর (নাটোর): করোনাকালে পরিবার নিয়ে কষ্টে থাকা বাউল নিত্যানন্দ এবং তাঁর সঙ্গে থাকা আরও আটটি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন।
অভাব–অনটনে থাকা এই বাউলদের নিজস্ব কোনো ঠিকানা নেই। বর্তমানে গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় বাজারে তাঁদের বসবাস। গত সোমবার রাতে তাদের বাড়িতে গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
লকডাউনে গানের আসর বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের স্ত্রী–সন্তানদের নিয়ে চরম অর্থকষ্টে পড়েন বাউল নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবার। তাঁদের বর্তমান জীবনের দুঃখ–কষ্টের কথা ইউএনওকে জানালে ইউএনও নিত্যানন্দসহ তাঁর সঙ্গে থাকা আটটি পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পৌঁছে দেন।
নিত্যানন্দ বাউল বলেন, `গত বছর করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে গানের আসর বন্ধ হয়ে যায়। শুরু হয় নিদারুণ কষ্টের দিন। এ বছরের জানুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে এলেও নতুন করে লকডাউনে পরিবার নিয়ে চরম সংকটে পড়েছিলাম। আমাদের কষ্টের কথা শুনে উপজেলা প্রশাসন থেকে খাদ্যসহযোগিতা করা হয়েছে। আশা করি অনেক দিন চলে যাবে।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, নিত্যানন্দ বাউল এবং প্রায় আটটি বাউলপরিবার একসঙ্গে বিভিন্ন জায়গায় গানবাজনা করত। করোনার কারণে তাদের গানবাজনা বন্ধ হয়ে গেছে। তাদের জীবিকা নির্বাহের একমাত্র পথ ছিল গান। করোনার সংক্রমণ এবং লকডাউনে আর্থিক সংকটে পড়ার খবর তাদের কাছে শুনে মনটা খুব খারাপ হয়ে যায়। নিত্যানন্দের বিনয়ী কথাবার্তা মুগ্ধ করেছে। করোনায় আর্থিক কষ্টে থাকলেও মলিন মুখে সুন্দর করে কুশল বিনিময় করেছেন তিনি। সংসারের আর্থিক দুরবস্থার কথা জেনে তাঁর প্রতি ভালোবাসার উপহার হিসেবে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা তাঁদের মধ্যে প্রদান করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে