বগুড়ায় সন্তানকে বেঁধে মা তাছলিমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তারই প্রতিবেশী চাচাত ভাই শাকিব উদ্দিন (২২) বলে জানিয়েছেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী।
আজ শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।
এসপি বলেন, শাকিব উদ্দিন পেশায় অটোরিকশা চালক। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় শাকিব। এরপর তার অটোরিকশায় সমস্যা দেখা দিলে নিশিন্দারা মধ্যপাড়ায় তার প্রতিবেশী চাচাত বোন তাছলিমার বাড়িতে যায়। তাছলিমার কাছ থেকে হাতুড়ি নিয়ে অটোরিকশা মেরামত করে। তাছলিমা তাকে চানাচুর বিস্কুট খেতে দেয়। এ সময় সোফায় বসে কথা বলার একপর্যায়ে তাছলিমা শাকিবকে ধার দেওয়া ১০ হাজার টাকা ফেরত চায়। টাকা দিতে দেরি হবে শাকিব জানালে তাছলিমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায় হাতুড়ি দিয়ে তাছলিমার মাথায় কয়েকটি আঘাত কর শাকিব। তাছলিমা মেঝেতে পরে মারা গেলে শাকিব তার মোবাইল ফোন ও ল্যাপটপ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, শাকিবকে গ্রেপ্তারের পর তার হেফাজত থেকে ল্যাপটপ ও ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে তাছলিমার বাবা জাহেদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ শাকিবকে আটক করে তাদের হেফাজতে নেয়। মামলা দায়েরের পর শাকিবকে গ্রেপ্তার দেখায় বগুড়া সদর থানা-পুলিশ।
এদিকে নিহত তাছলিমার বাবা বলেন, শাকিব একা তার মেয়েকে হত্যা করতে পারেনি। হত্যাকাণ্ডের সঙ্গে জামাই সিরাজুলকে সন্দেহ করেন তিনি।
জাহেদুর রহমান বলেন, শাকিবকে টাকা ধার দেওয়ার বিষয় আমরা জানি না। শাকিবের সঙ্গে কোনো শত্রুতাও নেই। জামাই সিরাজুল অন্য নারীর সঙ্গে পরকীয়া করে। একারনে মাঝে মধ্যেই তাছলিমাকে নির্যাতন করত।
সিরাজুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আমি পালিয়ে যাইনি। আমি হত্যার সঙ্গে জড়িত থাকলে পুলিশ গ্রেপ্তার করবে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে হত্যার সঙ্গে সিরাজুলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তার শ্বশুরের সন্দেহের বিষয়টি পুলিশকে জানিয়েছে। আমরা সিরাজুলকে পর্যবেক্ষণ করছি।
জানা গেছে, গত বৃহস্পতিবার বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় সন্তানকে বেঁধে রেখে মা তাছলিমা (২৩) মাথায় হাতুড়ির আঘাতে খুন হন। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাছলিমার লাশ উদ্ধার করে।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
২ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে