চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মসজিদের বাইরে নিজের অটোরিকশাটিতে তালা মেরে রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. ইভান আলী (৩৯)। নামাজ শেষে ফিরে আর খুঁজে পাননি তাঁর অটোরিকশা। তিন সদস্যের পরিবারে আয়ের একমাত্র অবলম্বন ও ঋণ করে কেনা রিকশাটি হারিয়ে মসজিদের সামনেই ডুকরে কাঁদছিলেন ইভান আলী।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। গতকাল রোববার রাতে এশার নামাজের চলাকালীন শহরের হরিমোহন-গাবতলা পাঠাগার মসজিদের সামনে থেকে চুরি হয় ইভান আলীর রিকশাটি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রিকশা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।’
রিকশাচালক ইভান আলীর জানান, ২০০৩ সালে ছোট অবস্থায় হারিয়েছেন মা-বাবাকে। দৃষ্টিপ্রতিবন্ধী বোনের দায়িত্বও পড়ে তাঁর ওপর। সেই থেকে চলছিল জীবন-জীবিকার যুদ্ধ। প্রায় আট মাস আগে ঋণ করে একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। এর পর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বোন ও স্ত্রীকে নিয়ে খানিকটা সুখেই চলছিল সংসার। তবে গতকাল রাতে হঠাৎই তাঁর সব সুখ লন্ডভন্ড হয়ে গেল!
ইভান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাতে তালা মেরে মসজিদে নামাজ পড়তে ঢুকছি। বের হয়ে দেখি রিকশাটা আর নাই।’
ইভান আলী আরও বলেন, ‘আমি সোয়া লাখ ঋণ করে অটোরিকশাটা কিনছিলাম। মাসিক ১৮ হাজার টাকা কিস্তি দিতাম। এখনো ঋণ পরিশোধ হয়নি।’ বলতে বলতেই আবার ডুকরে কাঁদতে শুরু করেন। তাঁর অঝোরে কান্না দেখে মসজিদের অন্য মুসল্লিরা সান্ত্বনা দেন।
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।’
মাহবুবুল হক আরও বলেন, ‘ইভান আলী অনেক পরিশ্রমী মানুষ। অটোরিকশা চালিয়ে সংসার চালাত। এখন তো সে দিশাহারা হয়ে গেল।’

মসজিদের বাইরে নিজের অটোরিকশাটিতে তালা মেরে রেখে নামাজ পড়তে ঢুকেছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মো. ইভান আলী (৩৯)। নামাজ শেষে ফিরে আর খুঁজে পাননি তাঁর অটোরিকশা। তিন সদস্যের পরিবারে আয়ের একমাত্র অবলম্বন ও ঋণ করে কেনা রিকশাটি হারিয়ে মসজিদের সামনেই ডুকরে কাঁদছিলেন ইভান আলী।
আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দিয়েছেন তিনি। গতকাল রোববার রাতে এশার নামাজের চলাকালীন শহরের হরিমোহন-গাবতলা পাঠাগার মসজিদের সামনে থেকে চুরি হয় ইভান আলীর রিকশাটি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ‘রিকশা চুরি হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।’
রিকশাচালক ইভান আলীর জানান, ২০০৩ সালে ছোট অবস্থায় হারিয়েছেন মা-বাবাকে। দৃষ্টিপ্রতিবন্ধী বোনের দায়িত্বও পড়ে তাঁর ওপর। সেই থেকে চলছিল জীবন-জীবিকার যুদ্ধ। প্রায় আট মাস আগে ঋণ করে একটি অটোরিকশা কিনেছিলেন তিনি। এর পর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী বোন ও স্ত্রীকে নিয়ে খানিকটা সুখেই চলছিল সংসার। তবে গতকাল রাতে হঠাৎই তাঁর সব সুখ লন্ডভন্ড হয়ে গেল!
ইভান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাতে তালা মেরে মসজিদে নামাজ পড়তে ঢুকছি। বের হয়ে দেখি রিকশাটা আর নাই।’
ইভান আলী আরও বলেন, ‘আমি সোয়া লাখ ঋণ করে অটোরিকশাটা কিনছিলাম। মাসিক ১৮ হাজার টাকা কিস্তি দিতাম। এখনো ঋণ পরিশোধ হয়নি।’ বলতে বলতেই আবার ডুকরে কাঁদতে শুরু করেন। তাঁর অঝোরে কান্না দেখে মসজিদের অন্য মুসল্লিরা সান্ত্বনা দেন।
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলের সহকারী শিক্ষক মাহবুবুল হক বলেন, ‘ইভানের অটোরিকশা চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরও অটোরিকশাটি পাওয়া যায়নি।’
মাহবুবুল হক আরও বলেন, ‘ইভান আলী অনেক পরিশ্রমী মানুষ। অটোরিকশা চালিয়ে সংসার চালাত। এখন তো সে দিশাহারা হয়ে গেল।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
২ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
২ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে