গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ। পরে মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়। আজ বুধবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে স্থানীয় জেলে আনিস হালদারের জালে এই মাছ ধরা পড়ে।
জেলে আনিস হালদার মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ৮টার দিকে ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে যান। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৭০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
জেলে আনিস হালদার জানান, ‘আমরা আজ বুধবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। নদীতে পানি বাড়ার কারণে এসব বড় মাছ পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়ে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন।

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মায় জেলের জালে ধরা পড়েছে সাড়ে ১৭ কেজি ওজনের একটি সিলভার কার্প মাছ। পরে মাছটি ১৪ হাজার টাকায় বিক্রি হয়। আজ বুধবার সকালে ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে স্থানীয় জেলে আনিস হালদারের জালে এই মাছ ধরা পড়ে।
জেলে আনিস হালদার মাছটি বিক্রির জন্য সকাল সাড়ে ৮টার দিকে ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের মৎস্য আড়তে নিয়ে যান। পরে সেখান থেকে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি ৭০০ টাকা কেজি দরে মোট ১২ হাজার ২৫০ টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা জানান, সিলভার কার্প মাছটি আড়ত থেকে কিনে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৪ হাজার টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
জেলে আনিস হালদার জানান, ‘আমরা আজ বুধবার খুব ভোরে মাছ ধরতে নদীতে যাই। দীর্ঘক্ষণ জাল ফেলে কিছু না পেয়ে হতাশ হই। সকাল ৭টার দিকে জাল তুলতেই দেখি বড় এই মাছটি আটকা পড়েছে। অনেক দিন পর বড় একটি মাছ পেয়ে অনেক ভালো লাগছে। মাছটির ভালো দামও পেয়েছি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান, এখন মাঝেমধ্যে পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়বে। নদীতে পানি বাড়ার কারণে এসব বড় মাছ পাওয়া যাবে। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়াল, বাগাড়সহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়ে। তবে সিলভার কার্প মূলত পুকুরের মাছ। এই মাছ নদীতে ধরা পড়ায় অনেকেই অবাক হয়েছেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৫ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। বুধবার (১৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
১৪ মিনিট আগে
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অতিরিক্ত পরিচালক (জনসংযোগ, তথ্য ও প্রকাশনা) জাহাঙ্গীর কবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ২০ মিনিটের দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
৩৬ মিনিট আগে
বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে এক প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের কাছে ধরা পড়েছেন যুবদলের তিন নেতা-কর্মী। পরে ডিবি পুলিশ মুক্তিপণ হিসেবে আদায় করা টাকার মধ্যে ১ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করেছে। অপহৃত প্রকৌশলীর নাম জাহাঙ্গীর আলম বিপ্লব (৫৫)।
৪৪ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার স্মরণে তাঁর নামে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে