Ajker Patrika

পদ্মার ৫৫ কেজির বাগাড় ৭১ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
পদ্মার ৫৫ কেজির বাগাড় ৭১ হাজারে বিক্রি
পদ্মায় ধরা পড়া বাগাড় মাছ। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। আজ রোববার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কলা বাগান এলাকায় জালে মাছটি ধরা পরে। পরে বিক্রি হয় সাড়ে ৭১ হাজার টাকায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ‘সকালে কয়েকজন জেলে মাছটি দৌলতদিয়ার আব্দুল হালিম মিয়া আড়তে নিয়ে আসেন। সেখানে ওজন দিয়ে দেখেন মাছটি ৫৫ কেজি ২০০ গ্রাম। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৭১ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নিই।’

এই ব্যবসায়ী আরও বলেন, মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাটে বেঁধে রাখা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করছি মাছটি বিক্রির জন্য। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তফা আল রাজিব বলেন, পদ্মা নদী থেকে বড় একটি বাগাড় মাছ জালে ধরা পড়েছে এমন খবর শুনেছি। বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী মাছটি কেনা-বেচায় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্যপ্রাণীর (সংরক্ষণ ও নিরাপত্তা)। যে কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা কাভার করে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত