প্রতিনিধি, নাজিরপুর (পিরোজপুর)

নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’

নাজিরপুর উপজেলার বিভিন্ন এনজিওকর্মীরা লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা উপেক্ষা করে কিস্তি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন তারা। ছোটখাটো বিভিন্ন ব্যবসায়ীরা ঋণ নিয়ে তাদের ব্যবসার কার্যক্রম চালান। এ ছাড়াও অনেকে এনজিও থেকে সাপ্তাহিক কিস্তিতে ঋণ নিয়ে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন কিনে তা থেকে জীবিকা নির্বাহ করেন।
কঠোর লকডাউনে আয়–রোজগারের পথ বন্ধ হয়ে যায় অনেক মানুষের। এমন পরিস্থিতিতে এনজিওর ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছেন ঋণগ্রহীতারা।
উপজেলার ভীমকাঠী গ্রামের ইজিবাইকচালক এনায়েত হোসেন বলেন, ‘এনজিও থেকে স্ত্রীর নামে ঋণ নিয়ে ইজিবাইক কিনেছি। সপ্তাহে কিস্তি ১ হাজার ১০০ টাকা। গাড়ি চালিয়ে যা আয় হয় তা দিয়ে সংসার চালাই আর প্রতিদিন কিছু কিছু জমিয়ে সাপ্তাহিক কিস্তি দিই। লকডাউনে বাড়ি বসে আছি, কোনো আয়–রোজগার নেই। ধারদেনা করে সংসার চলছে, কিস্তি কীভাবে দেব ভেবে পাচ্ছি না। কিস্তি বন্ধ না করলে আমাদের না খেয়ে মরতে হবে।’
এ বিষয়ে উদ্দিপন নামে এক এনজিওর ব্যবস্থাপক সুমন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত কিস্তি আদায় করার নির্দেশনা আছে। তবে কারও ওপর জুলুম করা যাবে না।’
এ বিষয়ে উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘সমবায়ের আওতায় যত এনজিও আছে তাদের এই লকডাউনে কিস্তি আদায় করতে নিষেধ করা হয়েছে। যদি কেউ কিস্তি আদায় করে তা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘এবার এনজিওর কিস্তি আদায়ের বিষয়ে কোনো নির্দেশনা পাইনি। তারপরেও মানবিক কারণে জবরদস্তি করে কিস্তি আদায় করা সমীচীন হবে না।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৩৪ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে