পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে