পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় স্কুল মেরামতের নামে সরকারি গাছ কেটেছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকা থেকে বন বিভাগের পাঁচটি গাছ কাটা হয়।
আওয়ামী লীগের এই নেতার নাম মৃধা মো. মনিরুজ্জামান। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিমের অনুসারী বলে জানা গেছে।
কেটে নেওয়া গাছের মধ্যে রয়েছে, দুটি মেহগনি ও তিনটি চাম্বল। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্থানীয় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘এভাবে দিনদুপুরে সরকারি গাছ কীভাবে কেটে ফেললেন আওয়ামী লীগ নেতা?’
স্থানীয়রা সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ভবানীপুর ওয়ার্ডে আকন বাড়ির সামনে ইন্দুরকানী-কলারণ সড়কের পাশে বন বিভাগের দুটি মেহগনি ও তিনটি চাম্বলগাছ ছিল। গতকাল সকালে ওই সড়কে গাছগুলো আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান শ্রমিক দিয়ে কেটে নিয়ে যান। এরপর গাছগুলো খণ্ড খণ্ড করে তাঁর প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয় দক্ষিণ ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাখা হয়। পরে গাছগুলো স্কুলের সামনে থেকে সরিয়ে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখেন আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান।
গাছ কাটার কথা স্বীকার করে আওয়ামী লীগ নেতা মৃধা মো. মনিরুজ্জামান বলেন, ‘ওসি ও ইউএনওর মৌখিক অনুমতি নিয়ে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত স্কুল মেরামতের জন্য গাছগুলো কাটা হয়েছে।’
এ বিষয় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, তিনি কাউকেই মৌখিকভাবে গাছ কাটার নির্দেশনা দেননি।
পিরোজপুর জেলা বন কর্মকর্তা নির্ম্মল কুমার দত্ত বলেন, ‘ইন্দুরকানী উপজেলায় প্রধান সড়কের পাশ থেকে বন বিভাগের গাছ কাটার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বক্কর সিদ্দিকীর মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৫ মিনিট আগে
ইসির (নির্বাচন কমিশন) ভেতরে যে ভূত লুকিয়ে আছে, এটা কিন্তু আমরাও জানতাম না, সারা জাতিও জানত না, আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের অপসারণ চাই—এ দাবি করেছেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
২ ঘণ্টা আগে