Ajker Patrika

ঘাস কাটতে বেরিয়ে নিখোঁজ কৃষক, ধানখেতে মিলল লাশ

মির্জাগঞ্জ (পটুয়াখালী)  প্রতিনিধি
ঘাস কাটতে বেরিয়ে নিখোঁজ কৃষক, ধানখেতে মিলল লাশ
ধানখেত থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর মির্জাগঞ্জে ধানখেত থেকে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম গঞ্জেআলী ঘরামী (৬৫)। তিনি উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের বড় ছেলে আব্দুল জলিল ঘরামী তাঁর পরিচয় শনাক্ত করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে উত্তর সুবিদখালী গ্রামের দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে বিলের মাঝে যান। এ সময় তিনি ধানখেতের পানিতে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।

নিহত বৃদ্ধার বড় ছেলে আব্দুল জলিল ঘরামী বলেন, তার বাবা বুধবার গরুর ঘাস কাটার জন্য একটি কাঁচি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু এরপর আর তিনি বাড়ি ফেরেননি। এভাবে তিনি বিভিন্ন সময় কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাই তাঁরা উদ্বিগ্ন ছিলেন না। তা ছাড়া তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়রা বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। লাশটির নাম পরিচয় পাওয়া গেছে। তার পরিবারের স্বজনদের কোনো অভিযোগ না থাকলেও ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত