পটুয়াখালী প্রতিনিধি

‘দিন যত যাইতেছে বাজারে দাম একছের বাড়তেছে। কিন্তু আমাগো ভাড়া বাড়ে না। বর্তমানে বাজারের সবকিছু হাতের বাইরে। এহানে আইয়া দেহি পোলাপাইনে বাজারের থেইকা কম টাহায় রোজার মালপত্র বেছে। এহান দিয়া ১০ টাকা বাঁচলেও আমাগো মতো গরিবের লাভ।’
আজ সোমবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ‘রমজানের বাজার’ থেকে নিত্যপণ্য কিনতে এসে কথাগুলো বলছিলেন অটোরিকশাচালক ফিরোজ। পবিত্র রমজান মাস সামনে রেখে ফিরোজের মতো সীমিত আয়ের মানুষকে একটু স্বস্তি দিতে স্বল্প মূল্যে পণ্য বিক্রির এ বাজার বসিয়েছে ‘পটুয়াখালীবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় ছোলা, মসুর ডাল, তেল, মুড়ি, চিনি, চিড়া, লবণ, খেজুরসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা জানান, পুরো রমজান মাসে এক দিন পরপর বাজার বসবে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় প্রতি কেজি পণ্যে ২০-৪০ টাকা কম রাখা হবে।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্যরা এর আগেও ভর্তুকি দিয়ে, আবার কখনো পাইকারি বাজার থেকে পণ্য কিনে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে কম টাকায় বিক্রি করেছেন। এবার চালু করেছেন রমজানের বাজার।

এখানে পণ্য কিনতে আসা কুলসুম বেগম নামের একজন বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। পরিবারের চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই বাজার থেকে সাশ্রয়ী দামে সব প্রয়োজনীয় জিনিস পাচ্ছি।’
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘আমরা এ বাজারের আয়োজন করেছি, যাতে রমজান মাসে অন্তত বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারি। আর সাধারণ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। আমরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় আকারে করতে চাই, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়।’
এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক আবু হাসনাত বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি বিশেষভাবে মধ্যবিত্ত মানুষের জন্য উপকারী। আমরা সাধুবাদ জানাই এবং তাদের পাশে রয়েছি।’

‘দিন যত যাইতেছে বাজারে দাম একছের বাড়তেছে। কিন্তু আমাগো ভাড়া বাড়ে না। বর্তমানে বাজারের সবকিছু হাতের বাইরে। এহানে আইয়া দেহি পোলাপাইনে বাজারের থেইকা কম টাহায় রোজার মালপত্র বেছে। এহান দিয়া ১০ টাকা বাঁচলেও আমাগো মতো গরিবের লাভ।’
আজ সোমবার পটুয়াখালীর শহীদ আলাউদ্দিন শিশুপার্কে ‘রমজানের বাজার’ থেকে নিত্যপণ্য কিনতে এসে কথাগুলো বলছিলেন অটোরিকশাচালক ফিরোজ। পবিত্র রমজান মাস সামনে রেখে ফিরোজের মতো সীমিত আয়ের মানুষকে একটু স্বস্তি দিতে স্বল্প মূল্যে পণ্য বিক্রির এ বাজার বসিয়েছে ‘পটুয়াখালীবাসী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ সকালে বাজারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত আরা জামান উর্মিসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় ছোলা, মসুর ডাল, তেল, মুড়ি, চিনি, চিড়া, লবণ, খেজুরসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা জানান, পুরো রমজান মাসে এক দিন পরপর বাজার বসবে। প্রতিদিন ৪০০ থেকে ৫০০ পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। খুচরা বাজারের তুলনায় প্রতি কেজি পণ্যে ২০-৪০ টাকা কম রাখা হবে।
পটুয়াখালীবাসী সংগঠনের সদস্যরা এর আগেও ভর্তুকি দিয়ে, আবার কখনো পাইকারি বাজার থেকে পণ্য কিনে ভ্যানে করে বাড়ি বাড়ি গিয়ে কম টাকায় বিক্রি করেছেন। এবার চালু করেছেন রমজানের বাজার।

এখানে পণ্য কিনতে আসা কুলসুম বেগম নামের একজন বলেন, ‘এটা খুবই ভালো উদ্যোগ। পরিবারের চাহিদা মেটাতে যেখানে হিমশিম খেতে হয়, সেখানে এই বাজার থেকে সাশ্রয়ী দামে সব প্রয়োজনীয় জিনিস পাচ্ছি।’
পটুয়াখালীবাসী সংগঠনের সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, ‘আমরা এ বাজারের আয়োজন করেছি, যাতে রমজান মাসে অন্তত বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারি। আর সাধারণ মানুষ সাশ্রয়ী দামে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। আমরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বড় আকারে করতে চাই, যাতে আরও বেশি মানুষ উপকৃত হয়।’
এ উদ্যোগের প্রশংসা করে জেলা প্রশাসক আবু হাসনাত বলেন, ‘এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি বিশেষভাবে মধ্যবিত্ত মানুষের জন্য উপকারী। আমরা সাধুবাদ জানাই এবং তাদের পাশে রয়েছি।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৭ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১০ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৩ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৬ মিনিট আগে