বাঘা (রাজশাহী) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত পল্লী বিদ্যুতের লাইনম্যান আলাউদ্দিনের (৪৭) লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আলাউদ্দিন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া (খয়েরমিল) গ্রামের আবুল কাশেমের ছেলে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পাবনার ভাঙ্গুড়া সাবজোনাল অফিসের সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ৩৩ হাজার ভোল্টের ভাঙ্গুড়া সাবজোনাল অফিসে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা মেডিকেল করেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই দিনই রাতে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
আলাউদ্দিনের স্ত্রী,২ মেয়ে, বাবা-মা ও ২ ভাই, ২ বোন রয়েছে। তার বড় মেয়ে সুরাইয়া জাহান নিশি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। বিসিএস (প্রশাসন) এএসপি পদে নাটোরে কর্মরত রয়েছে। ছোট নদী মেয়ে চলতি এসএসসি পরীক্ষা দিয়েছে।
আলাউদ্দিনের বাবা কর্মজীবনে চামড়া ব্যবসায়ী ছিলেন। বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। অন্য দুই ভাই এখন বাবার চামড়া ব্যবসা দেখাশোনা করেন। এদিকে দুর্ঘটনার খবর শোনার পর থেকে মা মর্জিনা বেগম ছেলের জন্য আহাজারি করে যাচ্ছেন। নির্বাক বাবা অবাক হয়ে তাকিয়ে দেখছেন।
এ বিষয়ে আলাউদ্দিনের ভাই জিয়াউর রহমান বলেন, বড় ভাই ১৯৯৪ সালে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রায় ২৮ বছর যাবৎ কর্মজীবনে নওগাঁ, পটুয়াখালী ও পাবনা জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিসের অধীনে লাইনম্যান হিসেবে চাকরি করেছেন। ভাই অত্যন্ত বিনয়ী ও নম্র প্রকৃতি একজন মানুষ ছিলেন। ভাইয়ের মৃত্যু খবরে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মাঝে নেমেছে শোকের ছায়া।

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত পল্লী বিদ্যুতের লাইনম্যান আলাউদ্দিনের (৪৭) লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আলাউদ্দিন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া (খয়েরমিল) গ্রামের আবুল কাশেমের ছেলে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পাবনার ভাঙ্গুড়া সাবজোনাল অফিসের সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ৩৩ হাজার ভোল্টের ভাঙ্গুড়া সাবজোনাল অফিসে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা মেডিকেল করেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই দিনই রাতে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।
আলাউদ্দিনের স্ত্রী,২ মেয়ে, বাবা-মা ও ২ ভাই, ২ বোন রয়েছে। তার বড় মেয়ে সুরাইয়া জাহান নিশি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। বিসিএস (প্রশাসন) এএসপি পদে নাটোরে কর্মরত রয়েছে। ছোট নদী মেয়ে চলতি এসএসসি পরীক্ষা দিয়েছে।
আলাউদ্দিনের বাবা কর্মজীবনে চামড়া ব্যবসায়ী ছিলেন। বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। অন্য দুই ভাই এখন বাবার চামড়া ব্যবসা দেখাশোনা করেন। এদিকে দুর্ঘটনার খবর শোনার পর থেকে মা মর্জিনা বেগম ছেলের জন্য আহাজারি করে যাচ্ছেন। নির্বাক বাবা অবাক হয়ে তাকিয়ে দেখছেন।
এ বিষয়ে আলাউদ্দিনের ভাই জিয়াউর রহমান বলেন, বড় ভাই ১৯৯৪ সালে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রায় ২৮ বছর যাবৎ কর্মজীবনে নওগাঁ, পটুয়াখালী ও পাবনা জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিসের অধীনে লাইনম্যান হিসেবে চাকরি করেছেন। ভাই অত্যন্ত বিনয়ী ও নম্র প্রকৃতি একজন মানুষ ছিলেন। ভাইয়ের মৃত্যু খবরে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মাঝে নেমেছে শোকের ছায়া।

কারওয়ান বাজার ও তেজগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিদেশে থাকা এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির খুন হন। এ জন্য বিদেশ থেকে খুনিদের কাছে মোটা অঙ্কের টাকা পাঠানো হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপ
১ ঘণ্টা আগে
জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
৩ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
৩ ঘণ্টা আগে