ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পাবনার ঈশ্বরদীর পাকশী। আজ বুধবার হৃদয়ের জন্মস্থান পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।
এ প্রতিবাদ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিকসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
মহাসড়কের রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।
বক্তারা হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ফাঁসির দাবি জানান। অন্যথায় আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
উপজেলার পাকশীতে নতুন রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্সের ছাত্র নাইমুল ইসলাম হৃদয় গত ১০ ডিসেম্বর নিখোঁজ হন। ওই দিন দুপুরেই হৃদয়ের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। হৃদয়ের বাবা রাতেই ঈশ্বরদী থানায় এ বিষয়ক এজাহার জমা দেন। এর ৩ দিন পর সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামে একটি বাড়ির কক্ষে মেঝের মাটি খুঁড়ে কলেজছাত্র হৃদয়ের ১০ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের মাথা, হাত-পা ও দেহ কেটে ১০ টুকরো করা হয়েছে দেখা এলাকাবাসী শোকে বিহ্বল হয়ে পড়েন।
এর আগে পুলিশ মোবাইল ট্র্যাকিং ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জড়িত একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম আবুল হাসনাত মোহাম্মদ ইসমাইল (৪৫) ওরফে হাসান। সে পাবনার পৈলানপুর সবেদা বাগান এলাকার মৃত আবুল মাস্টারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। মামলায় তাঁকে প্রধান আসামি করে পাবনায় পাঠানো হয়েছে। আরও কেউ জড়িত থাকলে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে।

নিখোঁজ কলেজছাত্র নাইমুল ইসলাম হৃদয়কে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পাবনার ঈশ্বরদীর পাকশী। আজ বুধবার হৃদয়ের জন্মস্থান পাকশী ইউনিয়নের রূপপুর মোড়ে মহাসড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই বিক্ষোভ চলে।
এ প্রতিবাদ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী, রাজনীতিকসহ এলাকার সর্বস্তরের মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন।
মহাসড়কের রূপপুরে লালন শাহ সেতু সংযোগ মোড় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বাবু মণ্ডল, ব্যবসায়ী রফিকুল ইসলাম সুলতান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টু প্রমুখ।
বক্তারা হৃদয় হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়ায় মাধ্যমে ফাঁসির দাবি জানান। অন্যথায় আবারও প্রতিবাদ সমাবেশসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
উপজেলার পাকশীতে নতুন রূপপুর গ্রামের মজনু মোল্লার ছেলে ও পাবনা এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগে মাস্টার্সের ছাত্র নাইমুল ইসলাম হৃদয় গত ১০ ডিসেম্বর নিখোঁজ হন। ওই দিন দুপুরেই হৃদয়ের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপরাধীরা। হৃদয়ের বাবা রাতেই ঈশ্বরদী থানায় এ বিষয়ক এজাহার জমা দেন। এর ৩ দিন পর সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামে একটি বাড়ির কক্ষে মেঝের মাটি খুঁড়ে কলেজছাত্র হৃদয়ের ১০ টুকরো মরদেহ উদ্ধার করে পুলিশ। হৃদয়ের মাথা, হাত-পা ও দেহ কেটে ১০ টুকরো করা হয়েছে দেখা এলাকাবাসী শোকে বিহ্বল হয়ে পড়েন।
এর আগে পুলিশ মোবাইল ট্র্যাকিং ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে জড়িত একজনকে গ্রেপ্তার করে। ওই ব্যক্তির নাম আবুল হাসনাত মোহাম্মদ ইসমাইল (৪৫) ওরফে হাসান। সে পাবনার পৈলানপুর সবেদা বাগান এলাকার মৃত আবুল মাস্টারের ছেলে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, কলেজছাত্র হৃদয় হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। মামলায় তাঁকে প্রধান আসামি করে পাবনায় পাঠানো হয়েছে। আরও কেউ জড়িত থাকলে পুলিশ তদন্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা করবে।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
৩৮ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় নয়ন মোল্লা (২৩) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।
৪০ মিনিট আগে