ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

আজ সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বিরাজমান তাপমাত্রা আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র থেকে তীব্রতার হচ্ছে। প্রতিদিনই ঈশ্বরদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে এপ্রিলের ৭ তারিখ থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ৭ এপ্রিল ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৮ এপ্রিল ৩৭.৬ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৮ ডিগ্রি, ১০ এপ্রিল ৩৮.৩ ডিগ্রি, ১১ এপ্রিল ৩৮.৬ ডিগ্রি, ১২ এপ্রিল ৩৯.৩ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৪০.৮ ডিগ্রি, ১৫ এপ্রিল ৪১.২ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়ে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মরত আবহাওয়া সহকারী হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে।
হেলাল উদ্দিন আরও জানান, ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীর স্মরণকালের উল্লেখযোগ্য তাপমাত্রা, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ২৫ এপ্রিল ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বৃষ্টি না হওয়া পর্যন্ত আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আজ সোমবার পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বিরাজমান তাপমাত্রা আরও প্রকটভাবে অনুভূত হচ্ছে বাতাসে আর্দ্রতা কম থাকায়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় এপ্রিল মাসের শুরু থেকে তাপমাত্রা হালকা, মাঝারি ও তীব্র থেকে তীব্রতার হচ্ছে। প্রতিদিনই ঈশ্বরদীর তাপমাত্রা বাড়ছে। এর মধ্যে এপ্রিলের ৭ তারিখ থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ৭ এপ্রিল ঈশ্বরদী উপজেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। এরপর ৮ এপ্রিল ৩৭.৬ ডিগ্রি, ৯ এপ্রিল ৩৮ ডিগ্রি, ১০ এপ্রিল ৩৮.৩ ডিগ্রি, ১১ এপ্রিল ৩৮.৬ ডিগ্রি, ১২ এপ্রিল ৩৯.৩ ডিগ্রি, ১৩ এপ্রিল ৩৫.৫ ডিগ্রি, ১৪ এপ্রিল ৪০.৮ ডিগ্রি, ১৫ এপ্রিল ৪১.২ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। একদিনের ব্যবধানে ২ ডিগ্রি বেড়ে আজ ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারে কর্মরত আবহাওয়া সহকারী হেলাল উদ্দিন আজকের পত্রিকাকে জানান, বর্তমানে ঈশ্বরদীর ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বইছে। তীব্র তাপের কারণে সূর্যের আলো তির্যকভাবে শরীরে অনুভূত হচ্ছে।
হেলাল উদ্দিন আরও জানান, ৪৩ ডিগ্রি তাপমাত্রা ঈশ্বরদীর স্মরণকালের উল্লেখযোগ্য তাপমাত্রা, যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর ২৫ এপ্রিল ঈশ্বরদীতে ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বৃষ্টি না হওয়া পর্যন্ত আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

ঢাকার ধামরাইয়ে পাঁচটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা জরিমানা এবং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ইটভাটার চিমনি ধ্বংস করা হয়।
৪ মিনিট আগে
চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১৭ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
২১ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৯ মিনিট আগে