পাবনা প্রতিনিধি

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেছেন, ‘জুলাই ২০২৪-এর যে আন্দোলন, সেটা যদি না হতো, তাহলে আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই রিটায়ার্ড করতাম। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেতাম না।’
আজ রোববার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো মোরতোজা আলী খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপপরিচালক ড. মো জামালউদ্দিন, গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মো রাশেদ কবির ও পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘অনুষ্ঠানের ব্যানারের টাইটেলটা দেখে আমার মনে হলো, এ শব্দটা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর জায়গায় বৈষম্যবিরোধী না বলে ফ্যাসিবাদবিরোধী বললে বেশি মানানসই হতো। বিগত ১০-১৫ বছর ধরে আমরা খুব নগ্নভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদ ঘটতে দেখেছি। এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছেন, যাঁরা জীবন দিয়েছেন, সেই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করব। সেই সঙ্গে দুর্নীতি ও শোষণমুক্ত এবং বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব। দেশপ্রেম নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনজুরুল ইসলাম।

পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেছেন, ‘জুলাই ২০২৪-এর যে আন্দোলন, সেটা যদি না হতো, তাহলে আমি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেই রিটায়ার্ড করতাম। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেতাম না।’
আজ রোববার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো মোরতোজা আলী খান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপপরিচালক ড. মো জামালউদ্দিন, গণপূর্ত অধিদপ্তর পাবনার নির্বাহী প্রকৌশলী মো রাশেদ কবির ও পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘অনুষ্ঠানের ব্যানারের টাইটেলটা দেখে আমার মনে হলো, এ শব্দটা “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন”-এর জায়গায় বৈষম্যবিরোধী না বলে ফ্যাসিবাদবিরোধী বললে বেশি মানানসই হতো। বিগত ১০-১৫ বছর ধরে আমরা খুব নগ্নভাবেই বাংলাদেশে ফ্যাসিবাদ ঘটতে দেখেছি। এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে ফিরে না আসে।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মফিজুল ইসলাম বলেন, ‘যে উদ্দেশ্যে ছাত্ররা আন্দোলন করেছেন, যাঁরা জীবন দিয়েছেন, সেই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে কাজ করব। সেই সঙ্গে দুর্নীতি ও শোষণমুক্ত এবং বঞ্চনামুক্ত একটি সোনার বাংলা আমরা গড়ে তুলব। দেশপ্রেম নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা এগিয়ে যান, আমরা পাশে আছি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলার আহ্বায়ক বরকতউল্লাহ ফাহাদ। সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব মনজুরুল ইসলাম।

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
১৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
৩০ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় রিয়াজ উদ্দিন সরকার (৫২) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার ধীতপুর টুংরাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
৩৪ মিনিট আগে
জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে একজনকে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করেন র্যাব সদস্যরা। পরে আসামিকে নিয়ে আসার পথে র্যাবের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
৩৪ মিনিট আগে