ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দেশব্যাপী আলোচিত রেলমন্ত্রীর তিন আত্মীয় ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায়ের ঘটনা তদন্তের দিনে রেলের সেই টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানান। একই সঙ্গে তিনি তদন্তের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
ডিআরএম বলেন, ‘তদন্ত চলছে চলুক। আমাদের রেলওয়েতে জনবল সংকট আছে। তা ছাড়া এখনো তদন্তে প্রমাণিত হয়নি। এ জন্য আমি এখন এই মুহূর্ত থেকে টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জন্য চিঠি দিচ্ছি। তদন্তে দোষী প্রমাণিত না হলে আমরা প্রয়োজনে তাঁকে পুরস্কৃত করব।’
অপরদিকে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে মন্ত্রণালয় থেকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত মোতাবেক রোববার দুপুরেই ডিসিওকে কারণ দর্শাতে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম শোকজ চিঠি ইস্যু করেছেন।
আলোচিত এ ঘটনায় অভিযুক্ত, অভিযোগকারী ও সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সকাল ১০টায় তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও পাকশীতে মন্ত্রীর স্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলতে কৌশলে কালক্ষেপণ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর ক্ষেপে যান। ফলে ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টার দিকে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তার (এটিও) কার্যালয়ে তদন্তের কার্যক্রম শুরু হয়। এর আগে প্রান্ত’র বক্তব্য নিতে চাইবে না, তদন্তের পর বক্তব্য দেবেন বলে জানান। এ সময় তাকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান। এ অবস্থায় তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুমে কিছু সময় অবস্থান করেন।
এদিকে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক তদন্তের শুরুতেই ঘটনার রাতে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ট্রেন পরিচালক শরিফুল ইসলামের বক্তব্য গ্রহণ করে।
তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানান, তদন্তের প্রথম দিনে আজ রোববার ৮ জনকে ডাকা হয়েছে। এরা হলেন অভিযুক্ত, অভিযোগকারী ও ওই ট্রেনে কর্তব্যরত বিভিন্ন পর্যায়ের কর্মচারী।
এদিকে কারণ দর্শাও নোটিশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোন কথা বলতে রাজি হননি পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

পাবনার ঈশ্বরদীতে দেশব্যাপী আলোচিত রেলমন্ত্রীর তিন আত্মীয় ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায়ের ঘটনা তদন্তের দিনে রেলের সেই টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ রোববার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. শাহীদুল ইসলাম তাঁর কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি জানান। একই সঙ্গে তিনি তদন্তের মেয়াদ আগামী বুধবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
ডিআরএম বলেন, ‘তদন্ত চলছে চলুক। আমাদের রেলওয়েতে জনবল সংকট আছে। তা ছাড়া এখনো তদন্তে প্রমাণিত হয়নি। এ জন্য আমি এখন এই মুহূর্ত থেকে টিটিই শফিকুল ইসলামের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের জন্য চিঠি দিচ্ছি। তদন্তে দোষী প্রমাণিত না হলে আমরা প্রয়োজনে তাঁকে পুরস্কৃত করব।’
অপরদিকে টিটিই শফিকুল ইসলামকে বরখাস্তের আদেশ প্রদানকারী পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে মন্ত্রণালয় থেকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত মোতাবেক রোববার দুপুরেই ডিসিওকে কারণ দর্শাতে পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহীদুল ইসলাম শোকজ চিঠি ইস্যু করেছেন।
আলোচিত এ ঘটনায় অভিযুক্ত, অভিযোগকারী ও সংশ্লিষ্টদের নিয়ে গতকাল সকাল ১০টায় তদন্ত শুরু হওয়ার কথা থাকলেও পাকশীতে মন্ত্রীর স্ত্রীর বোনের ছেলে ইমরুল কায়েস প্রান্ত গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলতে কৌশলে কালক্ষেপণ করেন। একপর্যায়ে তিনি সাংবাদিকদের ওপর ক্ষেপে যান। ফলে ১০টার পরিবর্তে দুপুর সাড়ে ১২টার দিকে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তার (এটিও) কার্যালয়ে তদন্তের কার্যক্রম শুরু হয়। এর আগে প্রান্ত’র বক্তব্য নিতে চাইবে না, তদন্তের পর বক্তব্য দেবেন বলে জানান। এ সময় তাকে দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান। এ অবস্থায় তিনি পাকশী বিভাগীয় রেলওয়ে কন্ট্রোল রুমে কিছু সময় অবস্থান করেন।
এদিকে এসব ঘটনায় গঠিত তদন্ত কমিটি আনুষ্ঠানিক তদন্তের শুরুতেই ঘটনার রাতে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত ট্রেন পরিচালক শরিফুল ইসলামের বক্তব্য গ্রহণ করে।
তদন্ত কমিটির প্রধান সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম জানান, তদন্তের প্রথম দিনে আজ রোববার ৮ জনকে ডাকা হয়েছে। এরা হলেন অভিযুক্ত, অভিযোগকারী ও ওই ট্রেনে কর্তব্যরত বিভিন্ন পর্যায়ের কর্মচারী।
এদিকে কারণ দর্শাও নোটিশের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে কোন কথা বলতে রাজি হননি পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
৩ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
৩ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে