পাবনা প্রতিনিধি

পাবনার পদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারের উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
আজ বৃহস্পতিবার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ফেরি ক্যামেলিয়া ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নাজিরগঞ্জ ভাসমান মৎস্য খামারে উঠে যায়। এতে বেশ কয়েকটি নৌকাসহ ৪০টি ভাসমান মৎস্য খামারের খাঁচা নদীতে তলিয়ে যায়। খাঁচায় থাকা প্রায় ২৬ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঝড়ের মধ্যে ফেরি নোঙর না করে ঘাটে আসার চেষ্টা করেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকার ওপর উঠে যায় এবং পাশে থাকা ভাসমান খামারে উঠে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মাছচাষি জহির উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই ভাসমান খামারে মাছ চাষ শুরু করি। শ্রম ও ঘামে এটি এখন একটি থেকে ৪০টি খাঁচার ভাসমান মাছের খামার। খাঁচাগুলোতে ২৬ লাখ টাকার মাছ ছিল। এ ছাড়া ড্রাম, জালসহ সবকিছু মিলিয়ে এখানে আমাদের দুজনের বিনিয়োগ ৩৮ লাখ টাকা। আজকের এই দুর্ঘটনায় সব শেষ।’
জহির উদ্দিন বলেন, ‘বন্দরের অফিসাররা এসেছিলেন। তাঁরা বললেন আবেদন দিতে। এরপর তাঁরা নাকি কী করবেন।’ এ সময় ক্ষতিপূরণ না পেলে এই ঋণ পরিশোধের উপায় নেই জানিয়ে দ্রুত সব ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ভাসমান মাছের খামার ও জেলেদের নৌকার উঠে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফেরিটি আটকে রাখেন। পরে নৌ পুলিশ ও নৌবন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার পর ফেরিটি ছেড়ে দেন তাঁরা।
এ বিষয়ে নাজিরগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ক্ষতি নিরূপণ ও পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার পদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারের উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
আজ বৃহস্পতিবার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ফেরি ক্যামেলিয়া ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নাজিরগঞ্জ ভাসমান মৎস্য খামারে উঠে যায়। এতে বেশ কয়েকটি নৌকাসহ ৪০টি ভাসমান মৎস্য খামারের খাঁচা নদীতে তলিয়ে যায়। খাঁচায় থাকা প্রায় ২৬ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঝড়ের মধ্যে ফেরি নোঙর না করে ঘাটে আসার চেষ্টা করেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকার ওপর উঠে যায় এবং পাশে থাকা ভাসমান খামারে উঠে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মাছচাষি জহির উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই ভাসমান খামারে মাছ চাষ শুরু করি। শ্রম ও ঘামে এটি এখন একটি থেকে ৪০টি খাঁচার ভাসমান মাছের খামার। খাঁচাগুলোতে ২৬ লাখ টাকার মাছ ছিল। এ ছাড়া ড্রাম, জালসহ সবকিছু মিলিয়ে এখানে আমাদের দুজনের বিনিয়োগ ৩৮ লাখ টাকা। আজকের এই দুর্ঘটনায় সব শেষ।’
জহির উদ্দিন বলেন, ‘বন্দরের অফিসাররা এসেছিলেন। তাঁরা বললেন আবেদন দিতে। এরপর তাঁরা নাকি কী করবেন।’ এ সময় ক্ষতিপূরণ না পেলে এই ঋণ পরিশোধের উপায় নেই জানিয়ে দ্রুত সব ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ভাসমান মাছের খামার ও জেলেদের নৌকার উঠে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফেরিটি আটকে রাখেন। পরে নৌ পুলিশ ও নৌবন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার পর ফেরিটি ছেড়ে দেন তাঁরা।
এ বিষয়ে নাজিরগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ক্ষতি নিরূপণ ও পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে