পাবনা প্রতিনিধি

পাবনার পদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারের উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
আজ বৃহস্পতিবার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ফেরি ক্যামেলিয়া ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নাজিরগঞ্জ ভাসমান মৎস্য খামারে উঠে যায়। এতে বেশ কয়েকটি নৌকাসহ ৪০টি ভাসমান মৎস্য খামারের খাঁচা নদীতে তলিয়ে যায়। খাঁচায় থাকা প্রায় ২৬ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঝড়ের মধ্যে ফেরি নোঙর না করে ঘাটে আসার চেষ্টা করেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকার ওপর উঠে যায় এবং পাশে থাকা ভাসমান খামারে উঠে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মাছচাষি জহির উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই ভাসমান খামারে মাছ চাষ শুরু করি। শ্রম ও ঘামে এটি এখন একটি থেকে ৪০টি খাঁচার ভাসমান মাছের খামার। খাঁচাগুলোতে ২৬ লাখ টাকার মাছ ছিল। এ ছাড়া ড্রাম, জালসহ সবকিছু মিলিয়ে এখানে আমাদের দুজনের বিনিয়োগ ৩৮ লাখ টাকা। আজকের এই দুর্ঘটনায় সব শেষ।’
জহির উদ্দিন বলেন, ‘বন্দরের অফিসাররা এসেছিলেন। তাঁরা বললেন আবেদন দিতে। এরপর তাঁরা নাকি কী করবেন।’ এ সময় ক্ষতিপূরণ না পেলে এই ঋণ পরিশোধের উপায় নেই জানিয়ে দ্রুত সব ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ভাসমান মাছের খামার ও জেলেদের নৌকার উঠে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফেরিটি আটকে রাখেন। পরে নৌ পুলিশ ও নৌবন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার পর ফেরিটি ছেড়ে দেন তাঁরা।
এ বিষয়ে নাজিরগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ক্ষতি নিরূপণ ও পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

পাবনার পদ্মা নদীর নাজিরগঞ্জ এলাকায় ঝড়ের কবলে পড়ে ক্যামেলিয়া নামক একটি ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে ভাসমান মাছের খামারের উঠে পড়ে। এতে মাছের খামারের জালের খাঁচা ভেঙে অন্তত ৩৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মাছচাষি ও স্থানীয় বাসিন্দাদের।
আজ বৃহস্পতিবার নাজিরগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, রাজবাড়ীর ধাওয়াপাড়া ফেরিঘাট থেকে নাজিরগঞ্জ ফেরিঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় ফেরি ক্যামেলিয়া ঝড়ের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি নাজিরগঞ্জ ভাসমান মৎস্য খামারে উঠে যায়। এতে বেশ কয়েকটি নৌকাসহ ৪০টি ভাসমান মৎস্য খামারের খাঁচা নদীতে তলিয়ে যায়। খাঁচায় থাকা প্রায় ২৬ লাখ টাকার মাছ নদীতে অবমুক্ত হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চালক ঝড়ের মধ্যে ফেরি নোঙর না করে ঘাটে আসার চেষ্টা করেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে জেলেদের নৌকার ওপর উঠে যায় এবং পাশে থাকা ভাসমান খামারে উঠে এই ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে মাছচাষি জহির উদ্দিন বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে এই ভাসমান খামারে মাছ চাষ শুরু করি। শ্রম ও ঘামে এটি এখন একটি থেকে ৪০টি খাঁচার ভাসমান মাছের খামার। খাঁচাগুলোতে ২৬ লাখ টাকার মাছ ছিল। এ ছাড়া ড্রাম, জালসহ সবকিছু মিলিয়ে এখানে আমাদের দুজনের বিনিয়োগ ৩৮ লাখ টাকা। আজকের এই দুর্ঘটনায় সব শেষ।’
জহির উদ্দিন বলেন, ‘বন্দরের অফিসাররা এসেছিলেন। তাঁরা বললেন আবেদন দিতে। এরপর তাঁরা নাকি কী করবেন।’ এ সময় ক্ষতিপূরণ না পেলে এই ঋণ পরিশোধের উপায় নেই জানিয়ে দ্রুত সব ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
এদিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিটি ভাসমান মাছের খামার ও জেলেদের নৌকার উঠে পড়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা ফেরিটি আটকে রাখেন। পরে নৌ পুলিশ ও নৌবন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করার পর ফেরিটি ছেড়ে দেন তাঁরা।
এ বিষয়ে নাজিরগঞ্জ নদীবন্দরের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন পাটোয়ারী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ক্ষতি নিরূপণ ও পূরণের ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রায়েরবাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয়ে দাফন করা ১১৪ জনের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই আন্দোলনে শহীদরা হলেন...
৫ মিনিট আগে
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাহেল হোসেন বিএনপিতে যোগদান করেছেন। সম্প্রতি মৌলভীবাজার-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম নাসের রহমান রাহেল হোসেনের গলায় ফুলের মালা পরিয়ে তাঁকে বিএনপিতে বরণ করে নেন।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। হাড় কাঁপানো শীতে কাঁপছে পাবনাসহ উত্তরের জেলাগুলো। রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন থাকছে চারদিক। ঈশ্বরদী আবহাওয়া অফিসের আবহাওয়া...
১ ঘণ্টা আগে
সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাতে তাঁদের উদ্ধারের তথ্য জানায় পুলিশ ও কোস্ট গার্ড। এর আগে মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাঁদের অপহরণ করা হয়েছিল।
১ ঘণ্টা আগে