ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা রেললাইনের ওপর থেকে দেহ ও মাথা উদ্ধার করে রেলপুলিশ।
নিহত ব্যক্তির নাম বাদশা হোসেন (৫৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের ছেলে। যুক্তিতলার কাদেরের মোড়ে ‘মিঠুন স্টোর’ নামে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার কাজেও জড়িত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যা করে রেললাইনে ফেলে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করছে।’
নিহতের ছেলে মিঠুন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাত ৮টার কিছুপর কে বা কারা দোকান থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এর কিছুপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতস্থান থেকে বাবা তার মোবাইল থেকে জানায়, চোখ বেঁধে তাকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মোবাইলের লাইনটি কেটে যায়।’ মিঠুন জানান, তিনি দ্রুত ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান। পরে পরিবারের লোক ও আত্মীয়স্বজনেরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির সময় উমিরপুর রেললাইনের পাশে মোবাইলের আলো জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে রেললাইনের কিছু দূরে ক্ষতবিক্ষত অবস্থায় মাথাটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন মরদেহটি বাদশা হোসেনের।
মিঠুনের দাবি, মোবাইলে ডাকার পর দুর্বৃত্তরা তাঁর বাবাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ওপর ফেলে রাখে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য।
এদিকে বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আগেই নিহতের ছেলে থানা এসেছিল অভিযোগ জানাতে। এরপর রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তিনি রাতেই এলাকাটি পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি নিয়ে রেল পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানা ছায়াতদন্ত করছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাবনার ঈশ্বরদীতে রেললাইন থেকে এক ব্যবসায়ীর দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের উমিরপুর এলাকার ঈশ্বরদী-খুলনা রেললাইনের ওপর থেকে দেহ ও মাথা উদ্ধার করে রেলপুলিশ।
নিহত ব্যক্তির নাম বাদশা হোসেন (৫৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের মৃত দেলওয়ার হোসেনের ছেলে। যুক্তিতলার কাদেরের মোড়ে ‘মিঠুন স্টোর’ নামে তাঁর একটি মুদিদোকান রয়েছে। তিনি জমি কেনাবেচার কাজেও জড়িত ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ‘এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা হত্যা করে রেললাইনে ফেলে আত্মহত্যা বলে প্রচার চালানোর চেষ্টা করছে।’
নিহতের ছেলে মিঠুন হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গতকাল রাত ৮টার কিছুপর কে বা কারা দোকান থেকে বাবাকে ডেকে নিয়ে যায়। এর কিছুপর রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাতস্থান থেকে বাবা তার মোবাইল থেকে জানায়, চোখ বেঁধে তাকে কোথাও যেন নিয়ে যাওয়া হচ্ছে। এরপর মোবাইলের লাইনটি কেটে যায়।’ মিঠুন জানান, তিনি দ্রুত ঈশ্বরদী থানায় গিয়ে পুলিশকে জানান। পরে পরিবারের লোক ও আত্মীয়স্বজনেরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির সময় উমিরপুর রেললাইনের পাশে মোবাইলের আলো জ্বলতে দেখেন। পরে সেখানে গিয়ে মাথাবিহীন দেহ পড়ে থাকতে দেখেন। একই সঙ্গে রেললাইনের কিছু দূরে ক্ষতবিক্ষত অবস্থায় মাথাটি পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত হন মরদেহটি বাদশা হোসেনের।
মিঠুনের দাবি, মোবাইলে ডাকার পর দুর্বৃত্তরা তাঁর বাবাকে অটোরিকশায় তুলে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে রেললাইনে ওপর ফেলে রাখে আত্মহত্যা হিসেবে প্রচারের জন্য।
এদিকে বিষয়টি নিয়ে ছায়াতদন্ত শুরু করেছে ঈশ্বরদী থানা-পুলিশ। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ঘটনার আগেই নিহতের ছেলে থানা এসেছিল অভিযোগ জানাতে। এরপর রেললাইনের ওপর থেকে মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে তিনি রাতেই এলাকাটি পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, বিষয়টি নিয়ে রেল পুলিশের পাশাপাশি ঈশ্বরদী থানা ছায়াতদন্ত করছে। তবে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা স্পষ্টভাবে বলা যাচ্ছে না।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য আজ মরদেহটি পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১২ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৮ মিনিট আগে