Ajker Patrika

আন্দোলনে নিহতের সাড়ে ৪ মাস পর কলেজ শিক্ষার্থীর লাশ উত্তোলন

পাবনা প্রতিনিধি
মরদেহ উত্তোলন করে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামে। ছবি: আজকের পত্রিকা।
মরদেহ উত্তোলন করে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার স্বরূপ গ্রামে। ছবি: আজকের পত্রিকা।

আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের সাড়ে চার মাস পর পাবনার সাঁথিয়ায় জুলকার নাইন (১৭) নামে এক শিক্ষার্থীর মরদেহ কবর থেকে তোলা হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোরগাছা স্বরূপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে জুলকার নাইন নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের স্বরূপ গ্রামের আব্দুল হাই আল হাদীর ছেলে জুলকার নাইন ঢাকার সাভারের পলাশবাড়ী জে এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার খবরে আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে আনন্দ মিছিল বের করা হয়। বিকেল ৫টার দিকে সেই মিছিলে গুলি করে আইনশৃঙ্খলা বাহিনী। সেই গুলিতে নিহত হয় জুলকার নাইন।

ওই দিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়। পরদিন ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ সাঁথিয়ার স্বরূপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত