চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর চাটখিলের বাজারগুলোতে গত ১৫ দিন ধরে হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম নিয়ে মনকষাকষি শুরু হয়েছে।
সরেজমিন কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মাছের সরবরাহ কম থাকায় ক্রেতারা ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছে বেশি। এতে গত ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হয়েছে। শুধু তাই নয়, খোলা আটা ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা, সয়াবিন তেল ১৩০ থেকে বেড়ে ১৭০ টাকা, চিনি ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, মসুর ডাল মোটা ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছেন।
এ বিষয়ে নিম্ন আয়ের কয়েকজন বলেন, খুব কষ্টে আছি। আয়ের চেয়ে পণ্যের দাম অনেক বেশি।
দিনমজুর আনোয়ার হোসেন বলেন, `দুই দিন ধরে বাড়িতে বাজার নিতে পারি না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।'
দশঘরিয়া বাজারে ব্রয়লার মুরগির ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, মুরগির খাদ্য ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। তাই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
মুদি ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, পণ্যের দাম কিছুটা বেড়েছে। দাম আরও বাড়তে পারে সেই ভয়ে মানুষ অতিরিক্ত জিনিস কিনে রাখছেন। এতে বাজারে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. খুরশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্যের দাম বাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এর পরও নিয়মের বাইরে দাম বাড়ার কোনো অভিযোগ এলে বাজারে অভিযান চালানো হবে।

নোয়াখালীর চাটখিলের বাজারগুলোতে গত ১৫ দিন ধরে হঠাৎ করে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। একই সঙ্গে নিত্যপণ্যের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের ক্রেতারা। এতে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দাম নিয়ে মনকষাকষি শুরু হয়েছে।
সরেজমিন কয়েকটি বাজার ঘুরে জানা গেছে, মাছের সরবরাহ কম থাকায় ক্রেতারা ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছে বেশি। এতে গত ১৫ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা হয়েছে। শুধু তাই নয়, খোলা আটা ৩০ থেকে বেড়ে ৩৫ টাকা, সয়াবিন তেল ১৩০ থেকে বেড়ে ১৭০ টাকা, চিনি ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, মসুর ডাল মোটা ৮০ থেকে বেড়ে ১০০ টাকা, পেঁয়াজ ৫০ থেকে বেড়ে ৬০ টাকা হয়েছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ বিপাকে পড়ছেন।
এ বিষয়ে নিম্ন আয়ের কয়েকজন বলেন, খুব কষ্টে আছি। আয়ের চেয়ে পণ্যের দাম অনেক বেশি।
দিনমজুর আনোয়ার হোসেন বলেন, `দুই দিন ধরে বাড়িতে বাজার নিতে পারি না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়।'
দশঘরিয়া বাজারে ব্রয়লার মুরগির ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, মুরগির খাদ্য ৫০ কেজির বস্তা ২ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৮০০ টাকা হয়েছে। তাই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে।
মুদি ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, পণ্যের দাম কিছুটা বেড়েছে। দাম আরও বাড়তে পারে সেই ভয়ে মানুষ অতিরিক্ত জিনিস কিনে রাখছেন। এতে বাজারে সংকট তৈরি হয়েছে এবং দাম বেড়েছে।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. খুরশিদুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি পণ্যের দাম বাড়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা বলেন, পণ্যের দাম নিয়ন্ত্রণ জেলা পর্যায় থেকে করা হয়। এর পরও নিয়মের বাইরে দাম বাড়ার কোনো অভিযোগ এলে বাজারে অভিযান চালানো হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৫ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৫ ঘণ্টা আগে